র‌্যাব ৯ এর অভিযানে মাদক কারবারি ও অপহরণ মামলার পলাতক আসামী আটক

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিএসসি (ইসলামপুর কোম্পানি) এর একটি আভিযানিক দল কোম্পানি কমান্ডার অতিঃ পুলিশ সুপার মো. সামিউল আলম এর নেতৃত্বে সিলেট জেলার গোয়াইনঘাট থানাধীন জাফলং চা বাগান এলাকায় অভিযান পরিচালনা করে ২১ বোতল বিদেশীমদ ও ৪৫ বোতল বিয়ার জব্দসহ পেশাদার মাদক কারবারি বীর ছত্রী (২৫)কে আটক করা হয়েছে। সে গোয়াইনঘাট থানার জাফলং চা-বাগান ( ১২ নং পাড়া) মৃত ঃ প্রমুদ ছত্রীর পুত্র। জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। গত ০২ ফেব্রয়ারি গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিঃ পুলিশ সুপার বসু দত্ত চাকমা এবং এএসপি মোঃ আব্দুল¬াহ্ এর নেতৃত্বে সুনামগঞ্জ জেলার সদর থানার ট্রাফিক পয়েন্ট এলাকা থেকে এসএমপির কোতয়ালি মডেল থানার মামলা (নং- ২৩ তারিখ ঃ ১২/০৮/২০২০ ইং ধারাঃ ৭/৩০ ২০০০ (সংশোধন ২০০৩) এর নারী ও শিশু নির্যাতন দমন আইনের এজাহার নামীয় পলাতক আসামি হৃদয় মিয়া (১৯)কে গ্রেফতার করা হয়েছে। সে সুনামগঞ্জ জেলার সদর থানার উত্তর আরপিন নগর থানার আবু সালাম এর পুত্র। গ্রেফতারকৃত এজাহার নামীয় পলাতক আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।