বাংলাদেশের ব্যাটিং নিয়ে ‘হতাশ’ তামিম

চেন্নাই টেস্টে ভারতের ৩৭৬ রানের জবাব দিতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। জশপ্রীত বুমরাহদের চ্যালেঞ্জের মুখে প্রথম ইনিংসে ১৪৯ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। সতীর্থদের এমন ব্যাটিং দেখে ‘হতাশ’ এই সিরিজে ধারাভাষ্যকারের ভূমিকায় থাকা তামিম ইকবাল।

চেন্নাইয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশের ব্যাটিং নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের ব্যাটিং হতাশাজনক। আমরা সবাই আশা করছিলাম এর চেয়ে আরও ভালো হবে (রান), উইকেটে তেমন কিছু ছিল না প্রথম দিনের তুলনায়। সে কারণে হতাশ তো অবশ্যই। আমরা চাচ্ছিলাম বাংলাদেশ অন্তত ভারতের কাছাকাছি রান করুক, তাহলে খেলাটা একটু রোমাঞ্চকর হবে।’

চেন্নাইয়ের উইকেট কঠিন ছিল বলে মনে করেন না তামিম। মূলত টাইগার ব্যাটাররা ভুল শট খেলেছেন বলে মন্তব্য তার। এক্ষেত্রে ৪ উইকেট নেওয়া জশপ্রীত বুমরাহকেও কৃতিত্ব দিতে ভোলেননি তিনি, ‘উইকেট কঠিন এটা বলব না। কিন্তু কিছু দারুণ ডেলিভারি ছিল, আবার বাজে শট সিলেকশনও ছিল কিছু। সুতরাং এটা একটু মিক্সড ছিল। উইকেটে একেবারে সুবিধা যে পায়নি… নতুন বলে অবশ্যই সুবিধা পেয়েছে। কিন্তু কিছু ডেলিভারি… আপনি জসপ্রিত বুমরাহকে খেলছেন, সে বিশ্বের সেরা। কিছু ডেলিভারি খুবই ভালো ছিল, পাশাপাশি আমরাও কিছু ভুল শট খেলেছি।’

বুমরাহ একাই ৪ উইকেট তুলে নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপের কোমর ভেঙে দেন। যার ফলে ৩৭৬ রানের জবাবে ১৪৯ রানেই থামতে হয় বাংলাদেশকে। ২২৭ রানের বড় লিড পেয়ে যায় ভারত। সে লিড দ্বিতীয় দিন শেষে গিয়ে ঠেকেছে ৩০৮ রানে।