২ যুগ পুরনো বীর-জারা আবারও মুক্তি, ঢুকল শতকোটির ক্লাবে

শাহরুখ খান ও প্রীতি জিনতার চলচ্চিত্র ‘বীর জারা’। যশরাজ চোপড়া নির্মিত সিনেমাটি ২০০৪ সালে প্রথম প্রেক্ষাগৃহে মুক্তি পায়। তারপর বিরতি দিয়ে দিয়ে অনেকবার মুক্তি পেয়েছে এটি।

চলতি মাসের ১৩ সেপ্টেম্বর আবার প্রেক্ষাগৃহে মুক্তি পায় বীর-জারা। পর্দায় শাহরুখ খানের রোমান্সের টানে নতুন প্রজন্ম সিনেমাটি দেখতে হলে ভিড় করছে।

অবশেষে এবার বক্স অফিসে ১০০ কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে গেল বীর-জারা।

স্যাকনিল্ক এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি মাসে পুনরায় মুক্তি পেয়েছে বীর-জারা সিনেমা। প্রথম সপ্তাহে ১ কোটি ৭৫ লাখ রুপির বেশি আয় করে। চলতি বছরে সংক্ষিপ্ত পরিসরে মুক্তি পেয়েছিল এটি। ওই সময়ে এটি আয় করেছিল ৪০ লাখ রুপি।

২০০৫ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত কয়েক দফায় সংক্ষিপ্ত পরিসরে মুক্তি পেয়েছিল বীর-জারা। তখন সিনেমাটি আয় করেছিল ২ কোটি ৫০ লাখ রুপি। এবার মুক্তির আগে সিনেমাটির মূল সংগ্রহ ছিল ৯৭ কোটি রুপি। এখন বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১০১ কোটি ৭৫ লাখ রুপির বেশি। এর মধ্যে বিদেশে আয় করেছে ৩৭ কোটি রুপি। দীর্ঘ ২০ বছর পর শতকোটির ক্লাবে বীর-জারা।

২২ কোটি রুপি বাজেটের এ সিনেমার বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন— বোমান ইরানি, কিরণ খের, অনুপম খের, অমিতাভ বচ্চন, হেমা মালিনি প্রমুখ।