উত্তরা গণভবন সংস্কার হবে বিশেষজ্ঞ টিমের মাধ্যমে-জেলা প্রশাসক

নাটোরের দিঘাপতিয়া রাজবাড়ি তথা উত্তরা গণভবন সংষ্কার ও স্থাপত্যশৈলীর কারুকার্য রক্ষার জন্য বিশেষজ্ঞ টিমের মাধ্যমে সংস্কার করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো: শাহরিয়াজ। এজন্য সংস্কারের জন্য বরাদ্দের পাশাপাশি বিশেষজ্ঞদের দিয়ে কমিটি গঠনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি দিয়েছে নাটোর জেলা প্রশাসন।বিভিন্ন গণমাধ্যমে উত্তরা গণভবনের স্থাপত্যশৈলীর কারুকার্য কসে পড়া নিয়ে সংবাদ প্রকাশের পর দুপুরে প্রধানমন্ত্রীর উত্তরাঞ্চলের বাসভবন উত্তরা ভবনে পরিদর্শনে যান নাটোরের জেলা প্রশাসক মো: শাহরিয়াজ।এসময় তিনি উত্তরা গণভবনের রাজপ্রাসাদ, ট্রেজারী ভবন সহ ক্ষতিগ্রস্থ অন্যান্য ভবন পরিদর্শন করেন। এসময় মোগল ও পাশ্চত্যরীতির স্থাপত্যশৈলীর কারুকার্য খসে পড়ার বিষয়ে মন্ত্রী পরিষদকে চিঠি দিয়ে অবহিত করার কথা জানান জেলা প্রশাসক।
এছাড়া কোন অদক্ষ শ্রমিক দিয়ে গণভবন সংস্কার বা নকশা রক্ষার কাজে ব্যবহার না করে গণপূর্ত মন্ত্রণালয়ের স্থাপত্য বিভাগ, প্রতœতত্ত¡ অধিদপ্তর এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে গঠিত বিশেষজ্ঞদের দিয়ে উত্তরা গণভবন সংষ্কার করার কথা জানান। এসময় নাটোর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।