শরীয়তপুরের দুই পৌরসভার ৪ মেয়র ও ৪ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল

তৃতীয় ধাপে পৌরসভার নির্বাচনে শরীয়তপুর জেলার নড়িয়া ও জাজিরা পৌরসভার প্রতিদ্বন্দি প্রার্থীদের  মনোনয়ন বাছাইকালে তথ্য গোপন ও ঋনখেলাপীর দায়ে  নড়িয়া পৌরসভার ৪ জন মেয়র প্রার্থী ও ২জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এরমধ্যে  আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ীর বিরুদ্ধে ডাকাতি মামলা থাকা স্বত্তেও মনোনয়নের সাথে দেয়া হলফ নামায় তিনি তা উল্লেখ না করে তথ্য গোপন করায় বাতিল করা হয়। এছাড়া আওয়ামীলীগের বিদ্রোহী মাহমুদুল হাসান জুয়েল, কামরুল হাসান ঋনখেলাপী থাকায় এবং জাতীয় পার্টির প্রার্থী নিরব বেপারী তথ্য গোপন করায় মনোনয়ন বাতিল করা হয়েছে। একই পৌরসভায় ১নং ওয়ার্ডের ২ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন। এছাড়া জাজিরা পৌরসভার ২নং ওয়ার্ডে ২জন কাউন্সিলরের মনোনয়ন বাতিল করা হয়েছে। উল্লেখ্য, নড়িয়া পৌরসভার বর্তমান মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ীর বিরুদ্ধে নড়িয়া থানার মামলা নং- ১৪, তাং ১৯-০৪-২০০৫, জিআর নং ৫০/২০০৫, ধারা- ৩৯৫/৩৯৭ মামলার  গ্রেপ্তারকৃত আসামী মোস্তফা আদালতে ১৬৪ ধারার জবানবন্দীতে শহিদুল ইসলাম বাবু রাড়ীর নাম উল্লেখ করেছে। জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।