বিরিশিরি ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমিতে নবান্ন উৎসব পালিত

আবহমান কাল ধরে বাংলা অগ্রহায়ন মাস এলেই বাঙ্গালী জাতি ওই উৎসবে মেতে ওঠেন। এরই ধারাবাহিকতায় নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় বিরিশিরি ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমিতে নানা আয়োজনের মধ্য দিয়ে নবান্ন উৎসব পালিত হয়েছে। সোমবার সন্ধ্যায় নানা আয়োজনে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে একাডেমি মিলনায়তনে ‘‘এসো মিলি সবে-নবান্নের উৎসবে’’ এই প্রতিপাদ্যে নবান্ন উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিরিশিরি ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি‘র পরিচালক শরদিন্দু সরকার (স্বপন হাজং)। এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট আদিবাসী লেখক ও গবেষক রেভা: মনিন্দ্র নাথ মারাক, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক , মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, বিশিষ্ট আইনজীবি মানেশ চন্দ্র সাহা , ডাঃ জয়া দেবর্ষী, কবি দুনিয়া মামুন, কবি আবুল কালাম আজাদ প্রমুখ।