রফিকুল ইসলাম ফরিদ ঃ পদ ও পদবী পরিবর্তন ও বেতন গ্রেড-উন্নীতকরণের দাবীতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) পাবনা জেলা শাখার উদ্যোগে গতকাল ১৭ নভেম্বর মঙ্গলবার ৩য় দিন পাবনা ডিসি অফিসের বহিরাঙ্গণে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আন্দোলকারী সকল কর্মচারী হাজিরা খাতায় স্বাক্ষর করে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেন। মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন বাকাসস পাবনা জেলা শাখার সভাপতি মো: আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক মো: মহিউল আলম। গত ১৫ নভেম্বর বাকাসস সারা দেশ ব্যাপী এই কর্মসূচী শুরু করে দাবী আদায় না হলে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এই আন্দোলন চলবে। ৩য় দিন অর্থাৎ গতকাল ১৭ নভেম্বর এই কর্মবিরতি অব্যাহত থাকায় অফিস ছিল একবারে ফাঁকা বা শূণ্য। সেবা প্রত্যাশীরা অফিসে এসে ফিরে যেতে বাধ্য হন। আগামী ৫ ডিসেম্বর শনিবার ঢাকা প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সমাবেশ ও পরবর্তীতে ঢাকায় আমরন অবস্থান কর্মসূচী ঘোষণা করা হবে বলে বাকাসস এর কেন্দ্রীয় নেতারা ঘোষণা দেন।
গতকাল পাবনা ডিসি অফিসে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বাকাসস পাবনা জেলা শাখার সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক মো: মহিউল আলম, মো: আলতাফ হোসেন, মো: শহিদুল ইসলাম, মো: সবুর হোসেন, মো: লুৎফর রহমান, মাহবুল আলম, আইয়ুব আলী, মো: মতিউর রহমান, নূরে আকতার কেয়া, মাহফুজা পারভীন, নাসরীন পারভীন, সাইদুল ইসলাম, শামসুন্নাহার, ইসনাফ আলী, মো: দৌলত আলী, মেহেদী হাসান, আ.জ.ম. মোত্তালিব, মাহবুল ইসলাম, আরিফুল ইসলাম, আতাউর রহমান (১), আতাউর রহমান (২), আতাউর রহমান (৩) ইমরান হুদা, মিরন আহমেদ, লুৎফর রহমান লালন, আব্দুল আওয়াল, জয়ন্ত কুমার, মো: ফারুক হোসেন, ফিরোজা সুলতানা, মিলন মাহবুব, অচিন্ত কুমার চৌধুরী, মাসুদ পারভেজ, জাহাঙ্গীর আলম প্রমূখ। বক্তরা অবিলম্বে তাদের দাবী-দাওয়া মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।