মাভাবিপ্রবির নতুন পরিবহন পরিচালক প্রফেসর মোজাম্মেল হক

মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবহন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ইনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মীর মোঃ মোজাম্মেল হক। সোমবার সকালে নতুন পরিবহন পরিচালকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় বিশ্ববিদ্যালয় পরিবহন শাখার সকল সদস্যবৃন্দ।
এ বিষয়ে নতুন পরিবহন পরিচালক প্রফেসর ড. মীর মোঃ মোজাম্মেল হক বলেন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে প্রায় সাত হাজার জনের জন্য গাড়ির সংখ্যা ২৫ টি ও তার বিপরীতে চালক মাত্র ১৯ জন, যা একটি বড় চ্যালেঞ্জ। আমরা চেষ্টা করব বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় চলমান সমস্যা সমাধানের জন্য।
উল্লেখ্য, ধনেশ্বর চন্দ্র সরকারের পরিবহন পরিচালকের মেয়াদ শেষ হবার পর প্রফেসর ড. মীর মোঃ মোজাম্মেল হক দায়িত্ব গ্রহণ করেন।