মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর গ্রামে শতবর্ষী পারিবারিক কবরস্থানের দেয়াল ভেঙ্গে কবরস্থানের জায়গা দখল করে ব্যক্তিগত রাস্থা নির্মাণ করার অভিযোগ উঠেছে একই এলাকার লিয়াকত আলী, সাজু মিয়া, রাজু মিয়াগংদের বিরুদ্ধে। এ ঘঠনায় একই এলাকার ভুক্তভোগী মৃতঃ সৈয়দ সৈয়দুর রহমান এর পুত্র সৈয়দ উবেদুর রহমান (৬৭) মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন আজ ২৯ জুলাই দুপুরে। লিখিত বক্তব্য তিনি জানান- এলাকার লিয়াকত আলী, সাজু মিয়া, রাজু মিয়াগংরা তার মৌরসী স্বত্ত (মৌজা- মোস্তফাপুর, জে এল,নং-১০৯, খতিয়ান নং- ২৬৮১, দাগ নং- ৪৪৬,৪৪২,৪৪৯, হাল দাগ নং-২৮৯৯, মোট ভূমির পরিমান ১৪.৪৪ শতাংশ কবরস্থান রকম ভূমি) দখল করার পরিকল্পনা করে। পূর্ব পরিকল্পনা মোতাবেক তাদের সহযোগীসহ অজ্ঞাতনামা লোকজন গত ২৯/০৩/১৯ইং সকাল অনুমান ১০.৩০ ঘটিকার সময় আমাদের শতবর্ষী পারিবারিক কবরস্থানে জোরপূবৃক প্রবেশ করে প্রায় ১৫ফুট সীমানা দেওয়াল ভেঙ্গে কবরস্থানের একাংশ দখল করে ব্যক্তিগত রাস্থা নির্মাণ করে। এবং সীমানা দেওয়াল ভেঙ্গে ১,০০,০০০/-টাকার ক্ষতি সাধন করে। এ সময় তিনি তাদেরকে বাঁধা প্রদান করলে মেরে ফেলার হুমকি প্রদান করে। সর্বশেষ তাদের এমন অন্যায় আচরনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়ে মৌলভীবাজার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকল জায়গায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি আরো জানান- মাননীয় যুগ্ন জেলা জজ, মৌলভীবাজার আদালতে মোকদ্দমা (নং-৭০/১৯) চলমান এবং বিজ্ঞ আদালতে নিষেধাজ্ঞা থাকার পরও লিয়াকত আলীগংরা তার মৌরসী ৬শতক ভূমি জবর দখল করে ঘর নির্মাণ করেন। প্রতিপক্ষ আমার জায়গা আমার কাছে বিক্রি করে আবার আমার কাছ থেকে নগদ ৪ লক্ষ ৩০ হাজার টাকাও নেন। এর পিছনে সাবেক ইউপি চেয়ারম্যান ও বর্তমান ইউপি সদস্য আবু সুফিয়ানের হাত রয়েছে। এ সব ঘঠনায় তদন্ত সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা তদন্ত করে এর সত্যতা পেয়েছেন। কিন্তু এখন পর্যন্ত রহস্যজনক কারনে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তিনি মানবিক ও নৈতিক সহযোগীতা এবং রাষ্ট্রীয় সুরক্ষাা প্রাপ্তির জন্য সাংবাদিকদের লেখনীর মাধ্যমে জনপ্রশাসন, পুলিশ প্রশাসন ও জণসাধারণকে অবহিত করা এবং সকল প্রকার সহযোগীতা কামনা করে আরো বলেন- পরিবারের একমাত্র ব্যক্তি আমি। বৃদ্ধ অবস্থায় নানা রোগে জর্জরিত। আমার শতবর্ষী পারিবারিক কবরস্থানের জায়গা দখল করে পবিত্রতা রক্ষা ও বিজ্ঞ আদালতে নিষেধাজ্ঞা থাকার পরও লিয়াকত আলীগংরা আমার মৌরসী ৬শতক ভূমি জবর দখল করে ঘর নির্মাণ করার ব্যপারে বিষয়টি আপনাদের অবগতি ও আপনাদের লেখনির মাধ্যমে জনপ্রশাসন, পুলিশ প্রশাসন ও জণসাধারণকে অবহিত করাসহ সকল প্রকার সহায়তা কামনা করছি।