মোহনপুরে ধারালো অস্ত্র দিয়ে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা

রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের চাঁদপুর গ্রামে এক স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। নিহতের নাম মোক্তার আলী (১৬)। সে চাঁদপুর গ্রামের জয়না আলীর ছেলে। এবং উপজেলার বসন্তকেদার হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র। বৃহস্পতিবার রাতে খবর পেয়ে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন দেব, মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ, তদন্ত ওসি খালেদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন ও লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠান। তবে নিহতের মোবাইল ফোন ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। নিহতের পরিবার সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত আনুমানিক ৯ টার দিকে পরিবারের কাউকে না বলে মোক্তার বাড়ী থেকে বের হয়ে যায়। এর বেশ কিছুক্ষন পর তার বাবা জয়নাল নিহত মোক্তারের ব্যবহৃত মোবাইল ফোনে ফোন করে না পেয়ে তাকে বিভিন্ন যায়গায় খোঁজাখুজি করতে থাকেন। এরপর এক পর্যায়ে বাড়ী থেকে পশ্চিশ দিকে প্রায় ৩শ গজ দুরে বাঁশ বাগানের ধারে তার রক্তাক্ত লাশ দেখতে পায় পরিবারের সদস্য ও স্থানীয়রা। পরে মোহনপুর থানা পুলিশকে খবর দেয়া হলে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন দেব, মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে নিয়ে যান। এবিষয়ে মোহনপুর থানা ওসি মোস্তাক আহম্মেদ জানান, কে বা কারা এই হত্যাকা- ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহত মোক্তারের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। গতকাল শুক্রবার দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহত মোক্তারের বাবা জয়নাল আলী বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান ওসি।#