প্রবল বর্ষণে ফরিদপুর কেন্দ্রিয় কবরস্থানের বাউন্ডারী ধসে গেছে

প্রবল বর্ষণে ফরিদপুর কেন্দ্রিয় কবরস্থানের পশ্চিমাংশের বাউন্ডরী দেওয়াল ধসে গেছে। ফলে কবরস্থানটি অরক্ষিত হয়ে পড়েছে। ফরিদপুর কেন্দ্রীয় কবরস্থান ৮টি গ্রামের মৃত মানুষকে দাফন করা হয়। বর্তমান বাউন্ডারী না থাকায় কবরস্থানে গরু, ছাগল, ভেড়া প্রভৃতি প্রবেশ করে কবরস্থানের পরিবেশ নষ্ট করছে। কবরস্থানের পশ্চিমাংশের ৩০০ ফিট দেওয়াল নির্মাণ করা জরুরী হয়ে পড়েছে। এব্যাপারে ইসলামিক ফাউন্ডেশন এবং উপজেলা নির্বাহী অফিসারের কাছে দেওয়াল নির্মাণের জন্য আবেদন করা হয়েছে। এলাকাবাসী কাজটি দ্রুত করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।