স্টাফ রিপোর্টার: করোনাভাইরাস বা কোভিড-১৯ এর সংক্রমণ রোধে বগুড়ায় জেলা পুলিশের উদ্যোগে হাইওয়ে এবং জেলার অভ্যন্তরীণ বিভিন্ন সড়কে চলাচলকারী দূরপাল্লার ট্রাক ও যানবাহনে জীবানুনাশক ছিটানোর কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহরের মাটিডালি বিমান মোড়ে যানবাহনে জীবানুনাশক ছিটানোর উক্ত কর্মসূচীর উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার)।
দেশে সাধারণ ছুটির মধ্য দিয়ে অঘোষিত লকডাউন চললেও সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যের যোগান দিতে সড়কগুলোতে কিছু কিছু যানবাহন
চলাচল করছে তাদের মাধ্যমে দূর-দূরান্ত থেকে যেন কোন ভাইরাস বা জীবাণু বয়ে আসতে না পারে এবং সাধারণ মানুষকে করোনাভাইরাস থেকে সুরক্ষিত রাখতে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই বগুড়ায় জেলা পুলিশের উদ্যোগে এই
কর্মসূচী হাতে নেয়া হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জেলা পুলিশের এই যানবাহনে জীবানুনাশক ছিটানোর কার্যক্রম চলমান থাকবে যা
পর্যায়ক্রমে শহরের অভ্যন্তরে চলাচলকারী যানবাহনেও ছিটানো হবে। উদ্বোধনী কর্মসূচীতে এসময় জেলা পুলিশের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তাপস কুমার পাল, বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস.এম বদিউজ্জামান, ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলাম প্রমুখ।
ক্যাপশন: বগুড়ায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে মঙ্গলবার দুপুরে শহরের মাটিডালি বিমান মোড়ে জেলা পুলিশের উদ্যোগে দূরপাল্লার ট্রাক এবং যানবাহনে
জীবানুনাশক ছিটানোর চলমান কর্মসূচীর উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার)।