বীরগঞ্জে ৩১ মার্চ পূর্নভবা নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্রাম্যমান আদালত ভোগনগর ইউপি সদস্যের কাছে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রমিজ আলম গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশ বিপন্ন করে উপজেলা ভোগনগর
ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য গান্ডারা গ্রামের বাসিন্দা বরেন্দ্র দেবনাথ শর্ম্মা প্রভাব খাটিয়ে প্রকাশ্য পূর্নভবা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলকালে ইউপি সদস্যকে গ্রেফতার ও বালু রোঝাই ৩টি ট্রাকটর আটক করেন। গ্রেফতাকৃত ইউপি সদস্য বরেন্দ্র দেবনাথ শর্ম্মা তার অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রমিজ আলম ইউপি সদস্য বরেন্দ্র দেবনাথ শর্ম্মা ১লক্ষ টাকা জরিমানা আদায় করে মুক্তি দিয়েছেন।