আটঘরিয়ার বীরমুক্তিযোদ্ধা পয়গাম হোসেন পাঁচুর রাষ্ট্রিয় মর্যাদায় দাফন সম্পন্ন

পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান (১৯৮৭-১৯৯১) বীরমুক্তিযোদ্ধা পয়গাম হোসেন পাঁচুর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। সোমবার দুপুর ২টার সময় উপজেলার দেবোত্তর ইউনিয়নের পাইকাপাড়া ঈদগাহ মাঠে জানাযা শেষে তার দাফন সম্পন্ন হয়।
গণপ্রজাতন্ত্রী বাংরাদেশ সরকারে পক্ষথেকে গার্ডঅফ অনার প্রদান করেন আটঘরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূাম) উম্মে তাবাসুম ও আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকী।
জানাযায় উপস্থিত ছিলেন আটঘরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. শহিদুল ইসলাম রতন, উপজেলা মুক্তিযোদ্দা সংসদের সাবেক কমান্ডার মো. জহুরুল হক, আটঘরিয়া প্রেসক্লাবের সভাপতি মো. খাইরুল ইসলাম বাসিদ,
উপজেলার সকল বীরমুক্তিযোদ্ধাসহ হাজারো সাধারণ মানুষ।
উল্লেখ্য বীরমুক্তিযোদ্ধা পয়গাম হোসেন পাঁচু রবিবার দুপুর ২ টায় ঢাকার ধানমন্ডি জেনারেল এ্যান্ড কিডনী হাসপাতালে আইসিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।