পাবনার ভাঙ্গুড়ার বইমেলায় লিটিল ম্যাগাজিন “ভাঙন” এর মোড়ক উন্মোচন

ভাঙ্গুড়া প্রতিনিধি ঃ ৭ মার্চ সন্ধ্যায় পাবনার ভাঙ্গুড়ায় ২৭তম সচেতন বইমেলা ও সাংস্কৃতিক উৎসব অঙ্গনে বড়াল সাহিত্য কেন্দ্রের ব্যানারে লিটিল ম্যাগাজিন “ভাঙন” এর দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ লিটিল ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম অবলম্বনে রচিত জনপ্রিয় উপন্যাস “জনক” এর রচয়িতা কথা সাহিত্যিক আব্দুল মান্নান সরকার। এসময় তাকে সহযোগিতা করেন “ভাঙন” এর প্রধান সম্পাদক ফকির খালেক, সম্পাদক মন্ডলীর সদস্য শামসুল ইসলাম পলাশ, নাছির উদ্দিন আহমাদ, শিশু সাহিত্যিক নূরুল ইসলাম বাবুল ও লেখক সাংবাদিক বাংলাদেশ টেলিভিশন এর গীতিকার প্রভাষক ইকবাল কবীর রনজু। এসময় সাংবাদিক মাসুদ রানা, পিপুল, বাংলাদেশ টেলিভিশন ও রাজশাহী বেতারের গীতিকার মোহাইমিনুল হালিমসহ অনেকে উপস্থিত ছিলেন। এ লিটিল ম্যাগটির সম্পাদক মন্ডরীর সদস্যের মধ্যে আরো রয়েছেন নুরুজ্জামান সবুজ ও দেবদুৎ নারায়ন সরকার।
এপাড় ও ওপাড় বাংলার প্রায় অর্ধশত কবি লেখকের লেখা কবিতা, গল্প, প্রবন্ধ, নিবন্ধ, অনুবাদ কবিতা, ছড়া, দেশের বিভিন্ন এলাকা থেকে প্রকাশিত লিটিল ম্যাগ পরিচিতি স্থান পেয়েছে এ লিটিল ম্যাগাজিনটিতে। ভাঙন প্রকাশনীর প্রকাশনায় লিটিল ম্যাগটির প্রচ্ছদ করেছেন মিলন রব। গেটআপ নাছির উদ্দিন আহমাদ, মুদ্রণ করেছে এপিক প্রিন্টার্স ভাঙ্গুড়া, পাবনা। শুভেচ্ছা মূল্য নির্ধারণ করা হয়েছে একশত টাকা।