মৌলভীবাজারে পিংকি সু-স্টোরের অগ্নিকান্ড
ট্রাজেডিতে নিঃস্ব পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে ব্যাংক কর্মকর্তাদের সংগঠন ব্যাংক অফিসার্স এসোসিয়েশন, মৌলভীবাজার। ব্যাংক কর্মকর্তাদের
কাছ থেকে সংগৃহিত এক লক্ষ টাকার একটি চেক ক্ষতিগ্রস্থ পরিবারের নিকট তুলে দেন, সংগঠনটির উপদেষ্টামন্ডলির সদস্য ও এবি ব্যাংকের ব্যবস্থাপক মোঃ লিয়াকত আলি খান, সহ সভাপতি ও ঢাকা ব্যাংকের ব্যবস্থাপক মোঃঃ সদরুল ইসলাম,
নির্বাহী সদস্য ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপক সাইফুল আলম, নির্বাহী সদস্য আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপক আব্দুল মুনিম, সাধারণ সম্পাদক জুনেদ
আহমদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইস্টার্ণ ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোঃ সাজ্জাদুর রহমান পিন্টু, সাংগঠনিক সম্পাদক সজীব হাসান, প্রচার সম্পাদক ও ডেভেলপমেন্ট ব্যাংকের ব্যবস্থাপক মোঃ আশরাফ-উল-আলম, ক্রিড়া ও সাংস্কৃতিক
সম্পাদক আব্দুল গফফার বাবলু ও সংগঠনটির আজীবন সদস্য ও মিচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপক চৌধুরী ফারুক আহমদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সোনালী ব্যাংক লিঃ প্রধান শাখার এসিসট্যান্ট জেনারেল ম্যানেজার খালেদ মুহাম্মদ ফরহাদ, ইসলামী ব্যাংক মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক মোঃ জিয়াবুল
আলম, দি সিটি ব্যাংক লিঃ মৌলভীবাজার শাখার ব্যাবস্থাপক ও ক্লাস্টাত হেড আহতামাম উদ্দিন মঞ্জুর, প্রিমিয়ার ব্যাংক মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক বিমলেন্দু চৌধুরী, যমুনা ব্যাংক লিঃ মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক শুভাশীষ দাস, এক্সিম
ব্যাংক লিঃ মৌলভীবাজার শাখার অপারেশন ম্যানেজার আহমেদুর রহমান, আল-আরাফাহ
ইসলামী ব্যাংকের অপারেশন ম্যানেজার জনাব কোরেশী প্রমুখ। অনুষ্টান শেষে নিহত
পিংকি সু-স্টোরের স্বত্তাধিকারীর মেয়ে পিংকি রায় তাদের পরিবারের ঘুরে দাঁড়ানোতে ব্যাংক কর্মকর্তাদের এই প্রয়াসকে অত্যন্ত কৃতজ্ঞতা জানান।