প্রেমের টানে ভারত থেকে বাংলাদেশে আসা তরুণী
শিউলীকে বিএসএফকে ফেরত দিয়েছে বিজিবি। মঙ্গলবার ৩ মার্চ দুপুরে লালমনিরহাট ১৫ ব্যাটালিয়ন (বিজিবি) ব্যাটালিয়ন কাশিপুর কোম্পানী কমান্ডার মো. জহুরুল ইসলাম ভারতের পক্ষে ৩৮ ব্যাটালিয়ন বিএসএফ কুশাহাটি কোম্পানী কমান্ডার এসআই যতীন্দ্র নাথের কাছে ফেরত দেন। এর আগে ২ মার্চ দুই দেশের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। শিউলী খাতুন কুচবিহার জেলার সাহেবগঞ্জ থানার পুর সবাইখানা গ্রামের সবেদ আলীর মেয়ে। জানাগেছে. সীমান্তের কাটাতারের বেড়ার পাশে বাড়ী হওয়ায় শিউলী খাতুন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ীতে নানার বাড়ী প্রায় আসে। এমতাবস্থায় তার খালাতো ভাই রুবেল মিয়ার সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেই প্রেমের টানে গত ২৯ ফেব্রয়ারী রুবেলের বাড়ী আসে। অনেক খোজার পর খবর পেয়ে শিউলীর বাবা বিএসএফকে জানালে দুই দেশের রক্ষীবাহিনীর সিদ্ধান্তে বিজিবি ফেরত দেয়।
কাশিপুর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন বিষয়টি নিশ্চিীত করেন।