নাটোরের বাগাতিপাড়ায় চলতিএসএসসি সমাপনীতে ব্যবহারিক পরীক্ষার জন্য পরিক্ষার্থীদের নিকট থেকে নেয়া অর্থ গণমাধ্যমকর্মীদের হস্তক্ষেপে ফেরত দিলেন শিক্ষক।সোমবার (২ মার্চ) উপজেলার পেড়াবাড়িয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে কৃষি এবং আইসিটি বিষয়ে ব্যবহারিক পরিক্ষায় অংশ নিতে এ অর্থ গ্রহন করেন কেন্দ্রের দায়িত্বরত শিক্ষকরা।তবে কেন্দ্র সচিব শামসুল আরেফিন গত সোমবার অর্থ নেয়ার কথা অস্বিকার করলেও আজকে (৩
মার্চ) অর্থ ফেরত দেয়ার কথা স্বীকার করেন।
পরিক্ষার্থী সূত্রে জানা যায়, চলতি এসএসসি সমাপনি পরিক্ষায় অংশ নিতে মাদ্রাসা পরিক্ষাক্ষার্থীদের জন্য পৌর এলাকারপেড়াবাড়িয়া দাখিল মাদ্রাসা কেন্দ্র হিসেবে নির্ধারন করা হয়। গত সোমবার (২ মার্চ) কৃষি এবং আইসিটি বিষয়ে ব্যবহারিক পরিক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৪শ টাকা করে গ্রহন করে কেন্দ্রের দায়িত্বরত শিক্ষকরা। এমন সংবাদের ভিত্তিতে স্থানীয় গনমাধ্যম কর্মীরা পেড়াবাড়িয়া দাখিল মাদ্রাসার সুপার ও কেন্দ্র সচিব শামসুল আরেফিনের কাছে এব্যাপারে জানতে চাইলে অর্থ নেয়ার কথা অস্বীকার করেন। সরেজমিনে দিনভর পরিক্ষাার্থীদে সাথে কথা বলে মাদ্রাসা
কেন্দ্রে অর্থ নেয়ার সত্যতা পাওয়া যায়। কিন্তু ওই সন্ধায় জানা যায়, শিক্ষার্থীদের কাছ থেকে অবৈধ ভাবে নেয়া অর্থ ফেরত দেয়া হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীর একজন অভিভাবক জানান, ইসলামপুর মাদ্রাসার ১১জন শিক্ষার্থীর কাছ থেকে নেয়া টাকা তার হাতে ফেরত দেয়া হয়েছে।
বিষয়টি নিয়ে মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে পুনরায় কেন্দ্র সচিব শামসুল আরেফিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ব্যবহারিক পরিক্ষার জন্য টাকা তিনি নেননি এবং কে বা কাহারা নিয়েছে সেটাও তাঁর জানার বাহিরে ছিল। তবে বিষয়টি তিনি জানার পরে যারা টাকা নিয়েছেন তাদেরকে সমাধান করেছেন এমনকি সব টাকা ফেরত দিতে বলেছেন। এবং শিক্ষার্থীদের কাছে থেকে নেওয়া টাকা ফেরত দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
তার প্রতিষ্ঠানের কোন শিক্ষক টাকা নিয়েছেন কিনা এবং কত টাকা নেয়া হয়েছে পরিক্ষাথীদের কাছ থেকে তা জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, এটা সাংবাদিকতা পেশার মধ্যে পড়ে কিনা? এছাড়া তার কাছে জানতে চাওয়াটা বাড়াবাড়ি হচ্ছে বলে হুমকি দেন প্রতিবেদককে।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পাল মুঠোফোনে জানান, বিষয়টি তিনি জেনেছেন এবং পরিক্ষার্থীদের টাকা ফেরত দেয়া হয়েছে বলে তিনি জানান। এছাড়া কোন শিক্ষার্থী টাকা ফেরত না পেলে তাকে জানাতে বলেন।