সুজানগরে প্রতিবন্ধীদের অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ কর্মশালা অনুষ্ঠিত

সুজানগর (পাবনা) প্রতিনিধি:
পাবনার সুজানগরে বুধবার প্রতিবন্ধীদের অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ ও পক্ষাঘাত গ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন(এমজেএফ ও ডিএফআইডি) সহযোগিতায় আয়োজিত কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের সভাপতিত্বে বিশেষ বক্তার বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা অফিসার ডাঃ কামরুল কিবরিয়া, বিশেষ অতিথির বক্তব্যদেন উপজেলা সমাজসেবা অফিসার সিরাজুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) হাদিউল ইসলাম। এ সময় আরো বক্তব্যদেন মাধ্যামিক শিক্ষা অফিসার সাকমান আলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস লাবনী, সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আমজাদ হোসেন, মোহাম্মাদিয়া দাখিল মাদ্রসা অধ্যক্ষ মাওলানা মাহাতাব আলী, সহকারি শিক্ষা অফিসার বিধান চন্দ্র ঘোষ সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আলী মাস্টার, উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি শহীদুল ইসলাম, সাংবাদিক এম মনিরুজ্জামান, উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান ডাব্লু, এন জি ও প্রতিনিধি ফিরোজ আহম্মেদ প্রমুখ । এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক তৌফিক হাসান,এস এম মাসুদুর রহমান, জয়ন্ত কুন্ডু ও জামিলুর রহমান লিটন। সহকারী ব্যাবস্থপক কৌশিক আহম্মেদ প্রজেক্টর মাধ্যামে প্রতিবন্ধী ও (সিআরপি’র) বিভিন্ন সেবা মূলক কর্মকান্ড অতিথিদের সামনে উপস্থাপন করেন। কর্মশালায় বেশ কিছু প্রতিবন্ধী ব্যক্তি অংশ নেয়।