কর অঞ্চল সিলেট এর উপ-কর কমিশনারের কার্যালয়, সার্কেল-১৫ কুলাউড়া, মৌলভীবাজার গত ২১ জুলাই রবিবার থেকে কুলাউড়ায় স্থানান্তর হয়েছে। এর ফলে কুলাউড়ার কর দাতাগণ এখন থেকে আয়কর ও রিটার্ন জমা দিতে পারবেন কুলাউড়ায়। সার্কেল-১৫ এর উপ-কর কমিশনার সৈয়দা নীলিমা আক্তারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় রাজস্ব সেবা জনগণের দ্বোরগোড়ায় পৌছে দেওয়ার জন্য কর অঞ্চল এর অধিনস্থ উপ-কর কমিশনারের কার্যালয়, সার্কেল-১৫ বর্তমান ঠিকানা পুরাতন হাসপাতাল সড়ক মৌলভীবাজার থেকে স্থানান্তরিত হয়ে নতুন ঠিকানা “১৫৭ টিটিডিসি এরিয়া, মহিলা কলেজ সড়ক, কুলাউড়ায়”-এ নেয়া হয়েছে। আগামী ২১ জুলাই রবিবার থেকে নতুন ঠিকানায় সার্কেল-১৫ এর সকল কার্যক্রম চলবে। মৌলভীবাজার জেলা কর আইজীবী বারের সদস্য অ্যাড. আবু রেজা সিদ্দিকী ইমন বলেন কুলাউড়া, জুড়ী ও বড়লেখা থেকে করদাতাগণ মৌলভীবাজার এসে কর ও রিটার্ন জমা দিতে হত। এতে তাদের আর্থিক ব্যয় ও শারিরিক পরিশ্রম বেশী হত। কুলাউড়ায় অফিস স্থানান্তর হওয়াতে এই সব এলাকার মানুষেরা উপকৃত হবেন।