ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
ঈশ্বরদীর পদ্মানদীর পাকশী হঠাৎপাড়া ও সাঁড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে অন্তত ২০ হাজার মিটার কারেন্টজাল জব্দ করা হয়েছে। পরে এসব কারেন্ট জাল হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় এনে পুড়িয়ে ফেলা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাকিলা জাহানের নেতৃত্বে পাকশী ফাঁড়ি ও নৌ-পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা শাকিলা জাহান জানান, পাকশী ও সাঁড়া ইউনিয়নের পদ্মাপাড়ের জেলেদের একটি অংশ পদ্মানদীতে কারেন্ট জাল পেতে মাছ শিকার করছেন। তাতে মা মাছসহ পোনা মাছ ধরা হচ্ছে। কিছু জাল পদ্মা পাড়ে এবং মাঝ নদী হতে উদ্ধার করা হয়েছে। এসময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উপলক্ষ্যে কারেন্টজালের মাধ্যমে মাছ শিকার প্রতিরোধে অভিযান চলমান থাকবে বলে তিনি জানিয়েছেন।