আগামী ১৪ ফেব্রুয়ারি লালমনিরহাট পৌরসভার সাধারণ নির্বাচন-২০২১ এর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দিন-রাত পৌরসভার মেয়র, কাউন্সিলর, মহিলা কাউন্সিলর পদের প্রার্থীরা বরাদ্দকৃত প্রতীক পাওয়ার পর পাড়া-মহল্লায় নির্বাচনী প্রচারণা বেশ জোরেশোরে চালিয়ে যাচ্ছেন।
লালমনিরহাট পৌরসভার সাধারণ নির্বাচনে ৫জন মেয়র, ৩৭জন কাউন্সিলর, ১৪জন মহিলা কাউন্সিলর পদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার সূত্রে জানা যায়, লালমনিরহাট পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের মোঃ মোফাজ্জল হোসেন (নৌকা), জাতীয় পার্টির এস এম ওয়াহিদুল হাসান (লাঙ্গল), বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মোশারফ হোসেন রানা (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ আমিনুল ইসলাম (হাত পাখা), স্বতন্ত্র মোঃ রেজাউল করিম স্বপ্নে (নারিকেল গাছ)।
লালমনিরহাট পৌরসভা নির্বাচনে সাধারণ আসনের ওয়ার্ড নম্বর ০১ এর কাউন্সিলর প্রার্থী এ.টি.এম সামসুজ্জামান প্রামানিক মিঠু-গাজর, মোঃ আসাদুজ্জামান-ডালিম, মোঃ জিয়াউর রহমান-উটপাখি, মোঃ নুর জামাল সরকার-টেবিল ল্যাম্প, মোঃ মোকলেছুর রহমান মুকুল-পানির বোতল, মোঃ রফিকুল ইসলাম-পাঞ্জাবী।
সাধারণ আসনের ওয়ার্ড নম্বর ০২ এর কাউন্সিলর প্রার্থী মোঃ জহুরুল হক-ব্লাকবোর্ড, মোঃ নুর আলম-উটপাখি, মোঃ নুরজ্জামাল হোসেন-ডালিম, মোঃ রাশেদুল হাসান-পাঞ্জাবী।
সাধারণ আসনের ওয়ার্ড নম্বর ০৩ এর কাউন্সিলর প্রার্থী মোঃ আবু সুফিয়ান-টেবিল ল্যাম্প, মোঃ কিসমত আলী-উটপাখি, মোঃ মোকছেদুর রহমান-পাঞ্জাবী, মোঃ মাকসুদুন নবী-ডালিম।
সাধারণ আসনের ওয়ার্ড নম্বর ০৪ এর কাউন্সিলর প্রার্থী মোঃ আজিজুর রহমান তুহিন-টেবিল ল্যাম্প, মোঃ এনামুল হক-ঢেঁড়শ, মোঃ আব্দুল করিম শেখ-উটপাখি, মোঃ আব্দুল হোসেন-ডালিম, মোঃ গোলাম মোস্তফা-পাঞ্জাবী, মোঃ দেলওয়ার হোসেন-পানির বোতল।
সাধারণ আসনের ওয়ার্ড নম্বর ০৫ এর কাউন্সিলর প্রার্থী নুর আলম-ডালিম, মোঃ আব্দুল ওয়াজেদ বুলু-পাঞ্জাবী, মোঃ আব্দুস সালাম-উটপাখি।
সাধারণ আসনের ওয়ার্ড নম্বর ০৬ এর কাউন্সিলর প্রার্থী মোঃ আব্দুস ছালাম-পানির বোতল, মোঃ গোলাম মর্তুজা-ডালিম, মোঃ শফিকুল ইসলাম-উটপাখি, মোঃ সাইফুল ইসলাম-গাজর।
সাধারণ আসনের ওয়ার্ড নম্বর ০৭ এর কাউন্সিলর প্রার্থী মোঃ সোহেল রানা-পাঞ্জাবী, মোঃ হাসান কামাল-পানির বোতল।
সাধারণ আসনের ওয়ার্ড নম্বর ০৮ এর কাউন্সিলর প্রার্থী মোঃ আবু জাহেদ-টেবিল ল্যাম্প, মোঃ নুরুল ইসলাম-উটপাখি।
সাধারণ আসনের ওয়ার্ড নম্বর ০৯ এর কাউন্সিলর প্রার্থী মোঃ আবুল কালাম আজাদ-গাজর, মোঃ আলম হোসেন-ডালিম, মোঃ রবিউল ইসলাম-টেবিল ল্যাম্প, মোঃ হারুন অর রশিদ বাদশা-উটপাখি, স্বাধীন রহমান-ব্লাক বোর্ড।
লালমনিরহাট পৌরসভা নির্বাচনে সংরক্ষিত আসনের ওয়ার্ড নম্বর ০১ এর মহিলা কাউন্সিলর প্রার্থী মোছাঃ জাহেদা বেগম-আনারস, মোছাঃ রমিছা বেগম-চশমা, মিসেস বিউটি রহমান-অটোরিক্সা।
সংরক্ষিত আসনের ওয়ার্ড নম্বর ০২ এর মহিলা কাউন্সিলর প্রার্থী চায়না রানী-আনারস, মোছাঃ খাদিজা বেগম-অটোরিক্সা, মোছাঃ নাছিমা আক্তার-চশমা, মোছাঃ ফেরদৌসী খাতুন-কলম, মোছাঃ সুজাতা বেগম-টেলিফোন, শামীমা আক্তার-জবাফুল।
সংরক্ষিত আসনের ওয়ার্ড নম্বর ০৩ এর মহিলা কাউন্সিলর প্রার্থী মোছাঃ ছালেহা বেগম-আনারস, মোছাঃ জাহানারা বেগম-জবাফুল, মোছাঃ নাসরিন আক্তার-চশমা, মোছাঃ ফাতেমা বেগম-টেলিফোন, মোছাঃ রুজি বেগম-অটোরিক্সা।