সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা বিএনপির কমিটি গঠণতন্ত্র পরিপন্থীভাবে ঘোষণা করার প্রতিবাদে, তাড়াশে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মো: আব্দুল হাকিম। তিনি সকালে নিজ কার্যালয়ে লিখিত বক্তব্য পাঠ করে বলেন, সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার, তার বাসায় ইউনিয়ন কমিটির নেতাদের ডেকে নিয়ে গিয়ে, কাউন্সিল না করে এক তরফাভাবে বিতর্কিদের দিয়ে কমিটি ঘোষণা করায় দলের নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংবাদ সম্মেলনে উল্লেখিত বিতর্কিত কমিটি বাতিল করে পুণরায় কাউন্সিল করার জোর দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে অধ্যাপক আব্দুল হাকিম আরো বলেন,কোন পুর্ব বিজ্ঞপ্তি না দিয়ে ,তপশীল ঘোষনা না করে,প্রতিদ্বন্দি প্রার্থীদের না জানিয়ে কমিটি ঘোষনা দেওয়ার অধিকার তারা কোথায় পেলেন? দল কি কারো পৈত্রিক সম্পত্তি.? ইচ্ছা হলো আর দান করে দিলেন? তাড়াশ উপজেলার বিএনপি যারা করে তারাই এখানে থাকে । মামলা ,হামলা,আন্দোলন সংগ্রামে বিএনপি’র নেতা কর্মীরাই করে থাকে। সিরাজগঞ্জ ও ঢাকা থেকে এসে তো মোকাবেলা করেন না। আবার এখানকার ব্যয় আমরাই করে থাকি। অথচ সিরাজগঞ্জে এক জনের বাড়িতে বসে দলের কমিটি করে দিবে এটা ঘৃনা ভাবে প্রত্যাখ্যান করছি। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা,জিয়াউর রহমান জিয়া,আব্দুল হোসেন,জহুরুল ইসলাম,আব্দুল লতিফ তাড়াশী ,আবুল কালাম আজাদ সহ আরো অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।