সাঁথিয়ার নাগডেমড়া ইউনিয়নে স্প্রে মেশিন বিতরন

সাঁথিয়া প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়া উপজেলার নাগডেমড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে কৃষকদের মাঝে কৃষি উপকরন স্প্রে -মেশিন বিতরন করা হয়েছে। রবিবার সকাল ১০টার পরিষদ কার্যালয়ে স্প্রে -মেশিন বিতরন করা হয়।
নাগডেমড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে এডিপি প্রকল্পের অর্থায়নে ইউনিয়নের কৃষকদের মাঝে মেশিন বিতরন করা হয়। এসময় নাগডেমড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হারুনর রশিদ বলেন, কৃষি বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি উন্নতি ও কৃষি সম্মৃদ্ধ বাংলাদেশ গড়তে বদ্ধ পরিকর। তাঁর স্বপ্ন বাস্তবায়ন করতে ইউনিয়নের কৃষকদের মাঝে ¯েপ্র-মেশিন বিতরন করা হচ্ছে। এখন পেয়াজ চাষের ভরা মৌসুম। সাঁথিয়া উপজেলার মধ্যে নাগডেমড়া ইউনিয়নের কৃষকরা অনেক বেশী পেয়াজ চাষ করেন। আর পেয়াজ ক্ষেতে অনেক বার বিভিন্ন ঔষধ ¯েপ্র করতে হয়। তাদের সুবিধার কথা চিন্তা করে স্থানীয় কৃষকদের মাঝে ¯েপ্র-মেশিন বিতরন করছি। তিনি আরো বলেন, আজ ১০০ মেশিন বিতরন করছেন, আগামীতে আরো,বেশী মেশিন বিতরন করবেন। এ মেশিন দিয়ে তার সুন্দর ফসল ফলাবেন বলে আশা প্রকাশ করেন তিনি। কৃষকদের মাঝে ¯েপ্র-মেশিন বিতরন কালে নাগডেমড়া ইউনিয়ন পরিষদের সদস্য/ সদস্যা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।