আরও ৫০ লাখ করোনা ভ্যাকসিন আগামী সোমবার দেশে আসছে, আর তার জন্য সব প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। রোববার (২৪ জানুয়ারি) দুপুর সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ভ্যাকসিনে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা নিতে কাউকে বাধ্য করা হবে না।
অনেক ভিআইপি আগ্রহী আছেন। তবে সরকার নিয়ম মেনে তাদের পরে দেবে। সময়মতো মন্ত্রী, সচিবরাও ভ্যাকসিন নেবেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
প্রথম দফায় ভ্যাকসিন নিতে আগ্রহী ২৪ জনের বেশিরভাগই স্বাস্থ্যকর্মী। সেখানে কাউকে জোর করে দেওয়া হবে না। ওই তালিকাতে কোনো ভিআইপি আছেন কিনা, তা নিশ্চিত নন তিনি। জানান মন্ত্রী।
এ সময় সাংবাদিকদের তিনি বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী ভ্যাকসিন চাইলে তাকে অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
মন্ত্রী বলেন, ভ্যাকসিনের জন্য আরও অর্থের প্রয়োজন হবে, ১.৮ বিলিয়ন ডলার সহযোগিতার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক, জাইকার মতো প্রতিষ্ঠানগুলো আমাদের সহযোগিতা করবে।
এর আগে শুক্রবার (২২ জানুয়ারি) এক অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীকে দিয়ে করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু হলে এ ব্যাপারে জনগণ আগ্রহী হবেন।