দিনাজপুরের বীরগঞ্জে মঙ্গলবার রাতে নৌকার মনোনিত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা জোট বেধে ভোট ভিক্ষা চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছে।
আসন্ন ২য় ধাপে বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকার মনোনিত প্রার্থী নুর ইসলাম নুরের কর্মী বাহিনীর আয়োজনে প্রতিদিন চলছে ব্যপক গনসংযোগ, পথসভা। এবার এসব পথসভায় দল, অঙ্গদল ও সহযোগী সংগঠনের নবীন প্রবীনরা নৌকার বিজয় নিশ্চিত করতে জোট বেধেছে। পথসভা গুলোতে সরকারের কল্পনাতীত উন্নয়নের কথা তুলে ধরছেন তারা। বক্তারা দলের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বরাদ দিয়ে বলছেন আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আমার মনোনিত প্রার্থীকে বিজয়ী করুন।
উন্নয়ন করব আমি ও আমার দল তথা বর্তমান সরকার। বীরগঞ্জ পৌরসভা জন্মের পর দীর্ঘ ১৮ অতিবাহিত হয়েছে কিন্তু পৌরবাসী কাংখিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। কারন তারা ব্যাখ্যা দিচ্ছেন দলীয় প্রার্থীকে ভোট না দিয়ে স্বতন্ত্র কিংবা বিদ্রোহী প্রার্থীকে বার বার মেয়র নির্বাচিত করা। তাই এবার সুযোগ এসেছে সঠিক সিদ্ধান্ত নেয়ার, আগামী ১৬ জানুয়ারি’২০২১ ইং তারিখে দলমত নির্বিশেষে সবাই মিলে পৌর সভার উন্নয়নের স্বার্থে নৌকা প্রতীকে ভোট দেওয়ার।
ওই দিন রাতে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মকছেদ আলীর সভাপতিত্বে পৌরসভার ৬নং-ওয়ার্ডের মাকড়াই শালবন প্রাঙ্গনে নির্বাচনী পথ সভায় বক্তব্য রাখেন সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা, মেয়র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ স¤পাদক মোঃ নুর ইসলাম নুর, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মরিচা ইউপি চেয়ারম্যান আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল, সাতোর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব প্রভাষক রেজাউল করিম শেখ, মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান গোপাল দেব শর্ম্মা।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি করিমুল ইসলাম চৌধুরী, যুগ্ন সাধারণ স¤পাদক মোঃ রাজিউর রহমান রাজু, রিয়াজুল করিম রিংকু, কাইয়ুম চৌধুরীসহ সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক কালিপদ রায়, জেলা পুজা উদযাপন কমিটির সহ সভাপতি অরুন চন্দ্র দাস, অধ্যাপক প্রশান্ত কুমার সেন, মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান গোপাল চন্দ্র দেবশর্মা, ঈশ্বর রায়, মধুসুদন দাস কেতু, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ স¤পাদক দিপংকর রাহা বাপ্পী, দেবেন সরকার, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ স¤পাদক হেদায়েত হোসেন নারীনেত্রী সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শাহানাজ পারভীন।
আয়শা আকতার রুনী সহ অনেকে পৌরসভার উন্নয়ন স¤পর্কৃত অতীত, বর্তমান ও ভবিষ্যত নিয়ে বক্তব্য রাখেন। নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগ, তাতীলীগ, শ্রমিক লীগসহ স্থানীয় সকল নেতাকর্মী, সাংবাদিক ও শত শত ভোটার। অনুষ্ঠান পরিচালনা করেন সাংগঠনিক স¤পাদক আবুল খাইর।