পাবনার চাটমোহরে এই প্রথম ইভিএম এ ভোট

২৮ ডিসেম্বর সোমবার পাবনার চাটমোহর পৌরসভার মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। গন বিজ্ঞপ্তি অনুযায়ী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ১ ডিসেম্বর। মনোনয়ন পত্র বাছাইয়ের তারিখ ছিল ৩ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ছিল ১০ ডিসেম্বর। ইভিএম এ ভোট প্রদান প্রসঙ্গে ৩ নং ওয়ার্ডের বালুচর মহল্লার ভোটার মোহাইমিনুল জানান, এটি নতুন একটি পদ্ধতি। যান্ত্রিক এ পদ্ধতিতে পূর্বে কখনো ভোট দেই নি। ফলে এক দিকে যেমন উচ্ছসিত তেমনি অন্য দিকে শংকিতও। ২ নং ওয়ার্ডের ভোটার মোকতার হোসেন জানান, এ ইলেকট্রনিক পদ্ধতিতে ভোট দিতে পারবো এমন চিন্তা করে মনে হচ্ছে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। ইভিএম এ ভোট দিতে পারার সুযোগ আসায় আমি আনন্দিত। ইভিএম এ ভোট প্রসঙ্গে ৩ নং ওয়ার্ডের ভোটার সাদেকুল ইসলাম বাচ্চু জানান, ইভিএম পদ্ধতি সম্পর্কে আমার খুব একটা ভাল ধারণা নাই। বাপ দাদার আমল থেকে ব্যালট পেপারে ভোট দিয়ে আসছি। এ ব্যাপারে ভোটারদের ভাল ভাবে ভোট দানের পদ্ধতি সম্পর্কে অবহিত করতে হবে। ৮ নং ওয়ার্ডের ভোটার, নরসুন্দর সন্তোষ কুমার শীল জানান, ইলেকট্রিক ভোটিং মেশিনে ভোট দিতে পারবো জেনে আমি আনন্দিত। এখানে দ্বিধা দ্বন্দ্বের কোন অবকাশ নেই।