বগুড়ার টুকরো খবর


গাবতলীর রামেশ্বরপুর ইউনিয়ন
পরিষদে ক্রীড়া সামগ্রী ও স্প্রে
মেশিন বিতরন
শনিবার বগুড়া গাবতলীর রামেশ্বরপুর ইউনিয়ন পরিষদে ২০২০-২১ইং অর্থবছরে এডিপি কর্র্তৃক বিনামূল্যে কৃষকদের মাঝে স্প্রে মেশিন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে ফুটবল বিতরন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সেকেন্দার আলী।
এ সময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান আব্দুর লতিফ লাটিম, ইউপি সদস্য নাজমা বিবি, আফজাল হোসেন, তরিকুল ইসলাম, ইউপি সচিব বলবন রহমান, আ’লীগ নেতা মাসুদ করিম, জাহাঙ্গীর আলম, আবুল কালাম আজাদ, বজলার রহমান টুকু, গন্যমান্য আব্দুর রশিদ, হাবিবুর রহমান দুলু, ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল দৌলা পাপুল প্রমূখ।

গাবতলীর কাগইলের মীরপুরে
ফ্রি চক্ষু সেবা ক্যাম্প
অনুষ্ঠিত
বগুড়া গাবতলীর কাগইল ইউনিয়নের মীরপুর জামাইমোড় স্থানে ডাঃ ইব্রাহিম আই কেয়ার সেন্টারের উদ্যোগে শুক্রবার দিনব্যাপী ১নং ওয়ার্ড ইউপি সদস্য সাঈদ আহম্মেদের ব্যবস্থাপনায় দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির (চক্ষু সেবা ক্যাম্প) অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কাগইল ইউপির চেয়ারম্যান আগানিহাল বিন জলিল তপন। এ সময় উপস্থিত ছিলেন ডি.এম.এফ ডাঃ সোহেল রানা, ইউপি সদস্য সাঈদ আহম্মেদ, স্থানীয় ওয়াজেদ আলী সিপন, তুহিন আহম্মেদ ও আমিনুর রহমান’সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

গাবতলীতে বার্ষিক ক্রীড়া
প্রতিযোগিতা ও পুরস্কার
শনিবার বগুড়া গাবতলী কাগইলের হিজলী ফোর ষ্টার ক্লাবের উদ্যোগে সাংস্কৃতিক ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরন করেন অনুষ্টানের সভাপতি ৪নং ওয়ার্ড ইউপি সদস্য ও কাগইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিকরাইল হোসেন রুবেল।
এ উপলক্ষে এক আলোচনা সভা ইউপি সদস্য মিকরাইল হোসেন রুবেলের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি আরিফুল ইসলাম, সাধারন সম্পাদক রব্বানী মন্ডল, গন্যমান্য বাবলু মিয়া, আরিফুল ইসলাম আরিফ, শফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম, অনু মিয়া, শাহীন মিয়া, বিপ্লব মিয়া, শামীম আহম্মেদ, মুন আহম্মেদ, ক্লাবের সদস্য সোহেল, মিঠু, আরাফাত, রকি, মুন ও রাসিব প্রমূখ। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

গাবতলীর বাগবাড়ীতে
ভলিবল টুর্নামেন্টের
উদ্বোধন
বগুড়া গাবতলীর বাগবাড়ীতে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন। বাগবাড়ী পশ্চিমপাড়া যুবসমাজ কর্তৃক আয়োজিত গত শুক্রবার স্থানীয় বাগবাড়ী ফাজিল মাদ্রাসা মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন সমাজ সেবক নশিপুর ইউপির সম্ভাব্য চেয়ারম্যান পদ-প্রার্থী আবুল কালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন প্রভাষক জাবেদ আলী, শফিউল আলম, আব্দুস সালাম আকন্দ, ফজলুল হক ফটো, আব্দুর রহিম আকন্দ, সোহেল তালুকদার, নাসিরুল ইসলাম লিটন, আজিজার রহমান, হারুনুর রশিদ মাস্টার, আরিফুজ্জামান, সোহেল রানা, রফিকুল ইসলাম নান্টু, জিন্নাত আলী, ওয়াকিল, ইমরান, রাকিব, এনামুল, মেহেদী, সোহাগ, মাসুম, তরুন, হাবিব, শাহিনুর, রিফাত, নাকিব, আব্দুল মতিন, শাব্বির, জিত, নুরুল ইসলাম প্রমূখ। উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করে গাবতলী বনাম শাজাহানপুর। খেলা শেষে শাজাহানপুর বিজয়ী হয়।