দেশের ৬টি চিনিকল বন্ধের সরকারী সিদ্ধান্ত বাতিল করে পুনরায় চালু করা ও কৃষক এবং শ্রমিক কর্মচারীদের পাওনা পরিশোধের দাবীতে নাটোরে মানববন্ধন করেছে শ্রমিক কর্মচারী ও কৃষকরা।
আজ শনিবার সকালে নাটোর শহরের কানাইখালী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন , সরকারের সিদ্ধান্ত দেয়া বন্ধ থাকা ৬টি মিল চালু করার দাবী
করে বলেন, এই সব মিলের আখ পাশের মিলগুলোতে সরবরাহ করতে অতিরিক্ত পরিবহন খরচের কারণে সেগুলোও লোকসানে পড়বে। এতে সেই মিলগুলোও ভবিষ্যতে বন্ধের চক্রান্ত করা হবে। তাই এটা হতে দেয়া হবে না দ্রুত চিনিকল চালু করে আখ চাষীদেরসহ শ্রমিক-কর্মচারীর পাওনা পরিশোধের দ্রুত ব্যবস্থা নিতে হবে। এ সময় বক্তব্য রাখেন শ্রমিক নেতা মিজানুর রহমান, সাইফুল ইসলাম, আইনজীবি লোকমান হোসেন বাদল ও নাট্যকর্মি আশীষ নিয়োগী সহ অন্যান্যরা।
মিল বিক্রি বন্ধের ঘোষণা প্রত্যাহারসহ কৃষক ও শ্রমিকদের দাবি মেনে নেওয়া না হলে রেলপথ সড়কপথ অবরোধ সহ নানা ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে বলেও প্রতিবাদ সমাবেশ থেকে হুমকি প্রদান করা হয়।