আন্তজার্তিক সেচ্ছাসেবী দিবস-২০২০ উপলক্ষে শনিবার সকালে বগুড়া শহরের ওয়াইএমসিএ পলবেস্রা অডিটোরিয়ামে জেলার বিভিন্ন সংগঠনের সেচ্ছাসেবী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে স্বাস্থ্যবিধি মেনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গণ উন্নয়ন কেন্দ্রের আস্থা প্রকল্প, ফোকাস সোসাইটি এবং পল্লী উন্নয়ন প্রকল্প বগুড়ার সহযোগিতায় এবং পিউপি বগুড়ার প্রধান সমন্বয়কারী শেখ মো: আবু হাসানাত (সাঈদ) এর সার্বিক ব্যবস্থাপনায় সীমিত পরিসরে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর। যুব সংগঠক ও গণমাধ্যমকর্মী সঞ্জু রায়ের সঞ্চালনায় সভায় সেচ্ছাসেবীদের উদ্দেশ্যে বিভিন্ন বিষয় আলোকপাত করে বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, মালতিনগর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মিজানুর রহমান, দৈনিক জনকণ্ঠের সিনিয়র স্টাফ রিপোর্টার সমুদ্র হক, ব্লাস্ট বগুড়ার সমন্বয়কারী এ্যাড. আশরাফুন নাহার স্বপ্না, গণ উন্নয়ন কেন্দ্রের আস্থা প্রকল্পের সমন্বয়কারী মোখলেছুর রহমান পিন্টু, স্বপ্নের নির্বাহী পরিচালক জিয়াউর রহমান, ফোকাস সোসাইটির নির্বাহী পরিচালক মনিরুল ইসলাম মিলন এবং বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর কানিজ রেজা। সভায় বক্তারা বলেন, করোনাকালীন এই সময়ে সাধারণ মানুষের সেবায় সেচ্ছাসেবীদের ত্যাগ এবং ভূমিকা প্রশংসনীয়। পৃথিবীতে সকল প্রতিকূল পরিস্থিতিতেই বিনা স্বার্থে মানবতার দূত হয়ে সেচ্ছাসেবীরা কাজ করে যায়। সেচ্ছাসেবী হিসেবে কাজ করাদের মাঝে উল্লেখযোগ্য হচ্ছে বর্তমান তরুণ প্রজন্ম যারা আজ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে নিজেকেও সমৃদ্ধ এবং আলোকিত করে তুলতে সক্ষম হচ্ছে যা আগামী সোনার বাংলাদেশের নেতৃত্ব প্রদানে সহায়ক হবে। সভায় দিবসটির তাৎপর্য এবং করণীয় বিভিন্ন বিষয় তুলে ধরে আব্দুল খালেকের প্রস্তুতকৃত কী-নোট পেপার উপস্থাপন করেন বগুড়া ইয়ূথ ফোরামের সাংগঠনিক সম্পাদক প্রিয়াংকা সরকার। আলোচনা সভায় এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গাবতলী উষার নির্বাহী পরিচালক মো: বাবলু, পিইউপি বগুড়ার সমন্বয়কারী মাশরুকুল ইসলাম (স্বরণ), আবুল হাসানাত খশরু, ইয়ূথ লিডার যথাক্রমে সজল শেখ, হাবিবা নাসরিন (ফাল্গুনি), আহসান হাবিব, মেহরাব হোসেন তানভীর, রিমন প্রাং, নিবির দাস দীপ্ত, নিরব রায় প্রমুখ।