ইয়ানূর রহমান : ভারতে পাচারের সময় যশোরের শাহজাদপুর সীমান্ত মাঠ থেকে
বেনাপোল বিজিবি ৭ কেজি ওজনের ৬০টি স্বর্ণের বার উদ্ধার করেছে। যার
আনুমানিক বাজার মুল্য ৪,৮৯,৩০,০০০ টাকা। শুক্রবার রাত ১১ টার সময়
স্বর্ণের চালানটি উদ্ধার হলেও কোন আসামি আটক হয়নি।
৪৯ বিজিবি লে. কর্নেল সেলিম রেজা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বেনাপোল
বিজিবি ক্যাম্পের নায়েক সিগন্যাল মো. নুর ইসলাম এর নেতৃত্বে অভিযান
পরিচালনা করে মেইন পিলার হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে
শাহজাদপুর মাঠ থেকে স্বর্ণের এ চালানটি উদ্ধার করা হয়।
এসময় বিজিবির উপস্থিতি বুঝতে পেরে চোরাচালানিরা পালিয়ে যায়। স্বর্ণের
আনুমানিক বাজার মুল্য ৪,৮৯,৩০,০০০ টাকা। উদ্ধারকৃত স্বর্ণ থানায় জমা করা
প্রক্রিয়াধীন রয়েছে।