সুজানগর প্রতিনিধি:
করোনা কালীন সময়ে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে, শীত মৌসুমে এর প্রভাব বিস্তার হতে পারে, মাস্ক ব্যবহার ও পরিস্কার পরিচ্ছন্ন বজায় রেখে চিকিৎসা সেবা অব্যাহত রাখুন, কোন মানুষ যেন চিকিৎসা নিতে এসে হয়রানির শিকার না হয়, সে দিকে লক্ষ্য রাখতে হবে। তিনি আরও বলেন এই স্বাস্থ্য কমপ্লেক্সে যে সকল চিকিৎসক নেই, সে গুলো পর্যায়ক্রমে পুরুণ করা হবে। পাবনার সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন ও চিকিৎসক দের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।
বুধবার সন্ধ্যায় সরকারি সফরের অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও চিকিৎসক দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের জন সংযোগ কর্মকর্তা মোঃ আককাস আলী সেখ। আরো উপস্থিত ছিলেন পাবনার সিভিল সার্জন ডাঃ মোঃ মেহেদী ইকবাল, সুজানগর পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল ওহাব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম মোর্শেদ, জেলা ইপিআই
সুপারেনটেনডেন্ট রবিউল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ হেল বাকি, উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ শরিফুল ইসলাম প্রমুখ। এছাড়াও তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনর পূর্বে দ্বারিয়া পুর উপ স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন।