আগৈলঝাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় স্বামী জেলে

বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের অশোকসেন গ্রামে ৫ লক্ষ টাকা যৌতুকের জন্য স্ত্রীকে স্বামী কর্তৃক শারীরিক নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত স্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। স্ত্রী বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে।
স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের অশোকসেন গ্রামের ফারুক মোল্লার মেয়ে লিমা আক্তারকে একই গ্রামের অবঃ পুলিশ সদস্য মনছুর মোল্লার ছেলে হামিদ মোল্লার সাথে ৮ বছর পূর্বে বিয়ে দেওয়া হয়। বিয়ের সময় যৌতুক দেয়ার পরেও হামিদ পুনরায় ৫ লক্ষ টাকা যৌতুক দাবি করে। পিতার কাছ থেকে যৌতুেকর টাকা আনতে অস্বীকার করলে স্ত্রী লিমাকে শারীরিক নির্যাতন করে স্বামী হামিদ মোল্লা। সর্বশেষ বৃহস্পতিবার রাতে পুনরায় ওই যৌতুকের টাকার জন্য লিমাকে শারীরিক নির্যাতন করে গুরুতর আহত অবস্থায় ফেলে রাখে স্বামী। সংবাদ পেয়ে লিমার পিতা ফারুক মোল্লা গিয়ে মেয়েকে উদ্ধার করে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। নির্যাতন সইতে না পেয়ে শুক্রবার রাতে লিমা আক্তার বাদী হয়ে আগৈলঝাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলার আসামী স্বামী হামিদকে শনিবার গ্রেফতার করে। গতকাল শনিবার দুপুরে তাকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসেন বলেন, লিমা আক্তার মামলা দিলে স্বামী হামিদ মোল্লাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।