বানে ভাসা মানুষ

বানে ভাসা মানুষ গুলো
থাকার জায়গা নাই
হান্ডি পাতিল বস্তা ভরে খুজছে তারা ঠাই।

চারদিকে অথই জল
সবই জলে ডোবা
সাহায্যের হাত বাড়িয়ে দিতে
আছ কোথায় কেবা।

জমির ফসল তলিয়ে গেছে
অথই জলে ভরা
খাবার দাবার নেইকো তাদের
চোখে অশ্রু ধারা।

বন্যার জলে ডুবছে মানুষ
ডুবছে বাড়ি ঘর
কারো তরে কেউ কাঁদেনা
আপন হয়েছে পর।

গোলা ভরা ধান যত
তাও গেল ভাসি
সুখ ছেড়ে দুঃখ গুলো
হলো বার মাসি।