চাটমোহরে তিন ফসলী জমি কেটে ড্রেন নির্মাণ

পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের দক্ষিণ কেশবপুর গ্রামের খয়বার মুন্সীর তিন ফসলী জমিতে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে ড্রেন নির্মাণের অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী আটঘরিয়া থানার বারইপাড়া গ্রাম ও চাটমোহরের দহপাড়া কামালপুর গ্রামের কতিপয় ব্যক্তির বিরুদ্ধে। এ ব্যাপারে খয়বার মুন্সী ইতোপূর্বে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন। গত ১৮ আগস্ট জেলা পাবনার বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট ১ নং আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে পিটিশন মামলা দায়ের করেন (মামলা নং ২৪৫/২০) তিনি। আদালত বিরোধপূর্ণ সম্পত্তিতে উভয় পক্ষকে শান্তিশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিলেও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গত ২১ আগস্ট দ্বিতীয় দফায় ভেকু মেশিন দিয়ে মাটি কেটে ড্রেন তৈরী করা হয়।
অভিযোগ ও মামলা সূত্রে জানা যায়, ক্রয় সূত্রে খয়বার মুন্সী ও তার ছেলের মালিকানাধীন দক্ষিণ কেশবপুর মৌজার আর এস খতিয়ান ২৮, ৩৩৯ নং দাগের উপর দিয়ে গত ৬ আগস্ট পানি নিষ্কাশনের জন্য দক্ষিণ কেশবপুর গ্রামের ইয়াকুব আলী, শহিদ মুন্সি ও ধানবিলা গ্রামের নজরুল ইসলাম জোড় পূর্বক ড্রেন নির্মাণ করেন। পরবর্তিতে আটঘরিয়া উপজেলার বারইপাড়া গ্রামের গুলজার আলী পিতা আছান সরদার , আব্দুল খালেক পিতা সোবাহান প্রাং, বাবলু পিতা সোবাহান, ডাবলু পিতা সোবাহান, রানা সরকার পিতা মহির সরকার, আলম পিতা সোরাপ ও চাটমোহরের দহপাড়া কামালপুর গ্রামের ইশারত পিতা আলেপ সরদার, কামাল পিতা জয়নাল সরদার, গনি পিতা আছান সরদার, মোজাম পিতা গনি সরদারের বিরুদ্ধে উক্ত সম্পত্তিতে অনধিকার প্রবেশ করিয়া জমিটি দখল লইবার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে আদালতে মামলা হলে আদালত দখল বিষয়ে সহঃ কমিশনার (ভূমি) ও আইন শৃঙ্খলা রক্ষায় চাটমোহর থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন। সহঃ কমিশনার (ভূমি) তদন্ত করেন এবং এ.এস.আই বিজিৎ কুমার গুন উভয় পক্ষকে ১৪৪ ধারার নোটিশ পৌছে দেন। এতদসত্তে¡ও গত শুক্রবার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিবাদীগন ফের খয়বার মুন্সী ও তার ছেলের জায়গার উপর দিয়ে ড্রেন নির্মাণ করেন বলে অভযোগ করেন বলে লিখিত অভিযোগ করেন খয়বার মুন্সী। তিনি অনতি বিলস্বে অভিযুক্তদের গ্রেফতার পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহনে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।