রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোফাজ্জল হোসেন মোফাকে এক কেজি তিন শ’ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার সকালে গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোফা মহিশালবাড়ি এলাকার আঃ সাত্তার আলীর ছেলে। র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, র্যাবে গোপন সংবাদের ভিত্তিতের রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল সকাল ৮ টার দিকে জেলার গোদাগাড়ী থানাধীন মহিশালবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে শীর্ষ মাদক ব্যবসায়ী মোফাজ্জল হোসেন ওরফে মোফাকে (৫৭) আটক করে। এসময় তার নিকট থেকে ১ কেজি ৩৩০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এবং হেরোইনের আনুমানিক মূল্য ১ কোটি ৩০ লাখ টাকা হবে জানিয়েছে র্যাব। এছাড়া মোফার দাপটে স্থানীয় বাসিন্দারাও ছিলেন তটস্থ। এবং মাদক কারবারের পাশাপাশি থানার দালালি করেও কোটিপতি বনে যান এই ওয়ার্ড কাউন্সিলর মোফা। তার বিরুদ্ধে এর আগেও মাদকের মামলা রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদক কারবারিদের তালিকায় শীর্ষ কাতারে রয়েছে মোফার নাম। তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।