অন্যের বিয়ে দিয়ে শান্তি পায় বাগমারার ঘটক সাইদুর ভাই

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার সদর ভবানীগঞ্জ বাজারের তরকারি বিক্রেতা সাইদুর এখন ঘটক সাইদুর ভাই নামে পরিচিত।ভবানীগঞ্জ বাজারের নিউমার্কেটের পশ্চিম পাশে রয়েছে তার তরিতরকারি দোকান। সাংসারিক টানাপোড়নে লিখাপড়ায় সাইদুর হাইস্কুলের গন্ডী পেরুতে পারেননি। পৌরসভার চানপাড়া মহলল্লার বাসিন্দা সাইদুর তাই তিনদশক ধরে ভবানীগঞ্জ বাজারে তরকারি বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। বেশ কিছু দিন আগে তিনি মোটরসাইকেল দূর্ঘটনায় ডান ভেঙ্গে এখন পুঙ্গত্ব জীবন যাপন করেছেন। জরুরী চলাফেরা করেন হুইল চেয়ারে বা ভ্যানে করে। হালে বছর দশেক ধরে তিনি পরিচিত মহলে বিয়ের ঘটকালি শুরু করেন। পরে ঘটকালি তার নেশায় পরিনত হয়ে যায়। এ পর্যন্ত প্রায় শতাধিক বিয়ের ঘটকালি করেছেন সাইদুর। তার দেওয়া বিয়েরর সবগুলোই টিকে রয়েছে এবং দম্পতিদের অনেকেই এখনও সাইদুরের সাথে যোগাযোগ রেখেছেন। অনেকে বউ নিয়ে বিদেশে অবস্থান করছেন । সেখান থেকেও তারা সাইদুরকে স্মরন করেন। এতে চরম আত্মতৃপ্তি আর গৌরবে ভরে ওঠে সাইদুরের মন। তিনি জানান, ঘটকালি আমার পেশা নয় নেশা। অন্যের বিয়ে দিয়ে আমি সুখ পাই। বিনিময়ে আমি কিছুই গ্রহন করি না। পুঠিয়া উপজেল্ াআওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাসমতদৌলা জানান, কলেজ শিক্ষক বড় ছেলের বিয়ে সাইদুরের ঘটকালিতে হয়েছে। প্রকৌশলী ছোট ছেলের বিয়ে দিতেও তিনি সাইদুরের শরনাপন্ন হয়েছেন। স্থানীয় বাজারের ব্যবসায়ীরা জানান, সাইদুর ছোট বেলা থেকেই নম্্র ভদ্র। নিজে পুঙ্গ হলেও অন্যের যেকোন সেবায় এগিয়ে যান। এক ছেলে এক মেয়ের জনক সাইদুর অনেক আগেই তার মেয়ের বিয়ে দিয়েছেন। সে ঘরে তার নাতিপুতি হয়েছে। এক মাত্র ছেলে ¯œাতক পাশ করে এখন চাকুরীর প্রত্যাশায়। সুখী মানুষ সাইদুরের আর কোন চাওয়া পাওয়া নেই। নিজে পুঙ্গ হলেও অন্যের ঘরে আলো জ্বালাতে পছন্দ করেন। যতদিন বাঁচবেন বিয়ে দিয়ে অন্যের সেবা করাই তার ব্রত।#
বাগমারায় মহিলা লীগের উদ্যোগে গ্রেনেড হামলার ১৬ তম বার্ষিকী পালিত
নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলায় মহিলা লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলার ১৬ তম বার্ষিকী পালিত হয়েছে। ইতিহাসের ভয়াবহতম গ্রেনেড হামলার ১৬ তম বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করে উপজেলা মহিলা লীগ। গতকাল শুক্রবার সকালে নিহত ওই সকল নেতাকর্মীদের স্মরণে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে জাতীয়, দলীয় এবং শোক পতাকা উত্তোলন করেন আ’লীগ, মহিলা লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। পরে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন শেষে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের দলীয় কার্যালয়ে উপজেলা মহিলা লীগের সহ-সভাপতি খতেজান বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন, বাগমারা উপজেলা আ’লীগের সভাপতি, সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হক।