আমতৈল ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা- ৪০ জন ভিক্ষুকের কর্মসংস্থানের সুযোগ

আমতৈল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আজ ২০ আগষ্ট উপজেলা প্রশাসন, মৌলভীবাজার সদর, কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে ৪০ জন ভিক্ষুকের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ার মাধ্যমে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হলো মৌলভীবাজার সদর উপজেলার ৯ নং আমতৈল ইউনিয়ন। জাতির পিতার জন্মশতবার্ষিকীতে বছরব্যাপী গৃহীত কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক, মীর নাহিদ আহসান আজ ২০ আগষ্ট আমতৈল ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করেন। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভিক্ষুকদের মাঝে মুরগি, মুরগির খাবার ও ঘর বিতরণ করা হয়। আয়োজিত অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ৯নং আমতৈল ইউনিয়ন চেয়ারম্যান মোঃ রানা খান শাহিন, মৌলভীবাজার উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল­া আল শামীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম।