দুর্গাপুর হাসপাতালে ওষুধ কোম্পানীর কর্মীদের দৌরাত্বে অতিষ্ঠ রোগীরা

রাজশাহী দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ কোম্পানির কর্মীদের দৌরাত্বে অতিষ্ঠ রোগী ও রোগীর স্বজনরা। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের প্রেসক্রিপশানের ছবি তুলে নিচ্ছে তারা। এসময় বিভিন্ন ওষুধ কোম্পানীর কর্মীরা হাসপাতালে ইমারজেন্সি থেকে বের হলেই রোগীদের ঘিরে ধরে হাত থেকে জোর করে রোগীদের প্রেসক্রিপশান নিয়ে তাদের মোবাইল ফোনে তুলে নিচ্ছে ছবি। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার সময় হাসপাতালে গিয়ে দেখা যায় এর বাস্তব চিত্র। এসময় হাসপাতালে স্থানীয় সংবাদিকদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যান ঔষধ কোম্পানীর কর্মীরা। হাসপাতালে চিকিৎসা নিতে আসা মর্জিনা বেগম জানান, এই ভাবেই আমাদেরকে প্রতিটা দিনই অতিষ্ঠ করে তুলছে বিভিন্ন ঔষধ কোম্পানীর কর্মীরা। তবে এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষদের কেউ জানালেও হচ্ছেনা কোনই লাভ। অনুসন্ধানে জানা যায় যে এসব ঔষধ কোম্পানীর কর্মীদের পক্ষে থেকে দেওয়া হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষদেরকে মাসিক মাসোহারা। এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ দের কাছ থেকে জানতে চাইলে তারা জানান ওষুধ কোম্পানীর কর্মীদের হাসপাতালে প্রবেশ করতেই নিষেধ করা হয়েছে। তাও তারা শুনছে না প্রয়োজনে আমরা প্রশাসনিক সহায়তা নিব।