সিলেটের বিশ্বনাথে পূর্ব বিরোধের জের ধরে ষাটোর্ধ্ব এক শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধকে পিটিয়ে রক্তাক্ত জখমের অভিযোগ পাওয়া গেছে। এ সময় তার সাথে থাকা টাকাও লুটে নেয় হামলাকারী প্রতিপক্ষ। গত রবিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার সদর ইউনিয়নের গন্ধারকাপন গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে রাতেরই হামলাকারীদের অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ করেছেন।অভিযোগ থেকে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ষাটোর্ধ্ব প্রতিবন্ধী আশিক মিয়ার সাথে একই গ্রামের আবদুল কাইয়ুমের (৪২) বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বিকেলে বোনের বাড়ি থেকে কালিগঞ্জ বাজারে এসে রিকশাযোগে বাড়ি ফিরছিলেন আশিক মিয়া।পার্শ্ববর্তী গ্রাম গন্ধারকাপনের ছিদ্দেক আলীর বাড়ির সামনে পৌঁছামাত্র আবদুল কাইয়ুমের সহযোগী ছিদ্দেক আলী, আবদুল আলীসহ ৩/৪জন দেশীয় অস্ত্র নিয়ে তাকে আক্রমণ করে। তারা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করলে রিকশা থেকে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।এ সময় হামলাকারীরা তার পকেট থেকে নগদ ৪০ হাজার টাকা লুটে নেয়। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় তারা।এ বিষয়ে বক্তব্য নিতে অভিযুক্ত আবদুল কাইযুমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) ইমরুল কবির বলেন, লিখিত অভিযোগ পেয়ে রাতেই ঘটনার প্রাথমিক তদন্ত করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।