চাটমোহরে আরজিনা ফাউন্ডেশনের পক্ষ থেকে আইরন নেছাকে ঔষধ প্রদান

মোঃ নূরুল ইসলাম, চাটমোহর, পাবনাঃ
বাংলাদেশ মানবাধিকার কমিশন চাটমোহর উপজেলা ও পৌর শাখা’র যৌথ অর্থায়নে আইরন নেছা (৬৫) নামের জনৈক নারীর শরীরে অস্ত্রপচার করা হয়েছে।
তিনি চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের ধূলাউড়ি গোরস্থান পাড়া’র মৃত রাজু মোল্লা’র স্ত্রী।
সম্প্রতি চাটমোহর পৌরসদরের ভাদুনগরস্থ বন্ধন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার’-এ ভর্তি করা হয়। বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার শেষে গত ৫ জুলাই বিকেলে
জেনারেল সার্জন ডাঃ মো. আব্দুল মজিদ এবং এ্যানেসথেশিয়া বিশেষজ্ঞ ডাঃ আশিফ এবং ডাঃ এম. এ. মজিদের সত্ত্ববাবধানে আইরন নেছা’ ভ্যাজাইনাল
হিস্টারেটমী (ইউটেরাইন প্রোলাক্স) সফল অস্ত্রপচার করা হয়। জনৈক নারীর শরীরে অস্ত্রপচারের পর বর্তমানে আইরন নেছা তার বাড়ি উপজেলার হরিপুর ইউনিয়নের ধূলাউড়িতে অবস্থান করছেন। এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে জনদরদী সমাজ
সেবক দুস্থ্য ও কর্মহীন আইরন নেছার দেখাশুনা ও ঔষধ সরবরাহ করে তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আরজিনা ফাউন্ডেশনের উত্তরাধিকারী চাটমোহর সরকারি ডিগ্রী (অনার্স) কলেজের প্রভাষক পিযুস।
প্রভাষক পিযুস বলেন, আমাদের মতো আরো ধনী মানুষকে আহবান করছি দুস্থ্য ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে। পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মহীন দুস্থ্য মানুষের পাশে দাড়ানো মহান মনোভাবতার দরকার। তিনি আরো বলেন, মানুষ মানুষের জন্য যার যতটুকু সার্মথ্য তার ততোটুকু নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন বা উচিত বলে মনে করি আমি।