ঈশ্বরদীতে নবগঠিত আন্তঃ উপজেলা কিন্ডারগার্টেনের পরিচিতি অনুষ্ঠান শনিবার সকালে মুনলিট কিন্ডারগার্টেন প্রাংগনে অনুষ্ঠিত হয়েছে। ৩৯টি কিন্ডার গার্টেনের সমন্বয়ে গঠিত এই এসোসিয়েশন স্থানীয়ভাবে সকল ক্ষেত্রে একত্রে পথ চলার নীতিমালা গ্রহন করেছে। শিশুদের এসব শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার মানোন্নয়ন, সুশিক্ষার মাধ্যমে শিশুদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার ব্যাপারে একে অপরের সহযোগিতা নিয়ে পথ চলার প্রত্যয় ব্যক্ত করেছে।
মুনলিটের অধ্যক্ষ ও পরিচালক ডাঃ জাহিদুর রহমানের সভাপতিত্বে পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলার ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি। অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, ওরিয়েন্ট কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা পরিচালক ও এসোসিয়েশনের আহব্বায়ক আব্দুল খালেক।
এসোসিয়েশনের সদস্য সচিব ও সান ফাওয়ার কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মজিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন অক্সফোর্ড চাইল্ড একাডেমির পরিচালক আবুল কালাম আজাদ সাঈদ, সোনার বাংলা কিন্ডার গার্টেনের পরিচালক ওবায়দুর রহমান অপু, এন ইসলাম মুকুল আইডিয়াল ক্যাডেট স্কুলের পরিচালক এন ইসলাম, গ্রীল জুয়েলস কিন্ডার গার্টেনের শিক্ষক নওরোজ আক্তার লিটন, সেলিম রেজা আদর্শ বিদ্যানিকেতনের পরিচালক সেলিম রেজা, ব্লু বার্ড কিন্ডার গার্টেনের পরিচালক ইয়াসমিন আক্তার ইমা ও রেইনবো কিন্ডার গার্টেনের পরিচালক মোসাম্বির হোসেন খোঁকা।