পাবনা প্রতিনিধি:
পাবনায় আবার বাড়তে শুরু করেেছ পদ্মা যমুনাসহ বিভিন্ন নদ নদীর পানি। সাথে নতুন করে দেখা দিয়েছে নদী ভাঙ্গন। দূর্ভোগ বেড়েছে নদী পারের মানুষদের।
পাবনা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মোফাজ্জল হোসনে জানান, মঙ্গলবার সকালে যমুনা নদীর পানি নগরবাড়ি পয়েন্টে বিপদ সীমার মাত্র
০.১৬ সেন্টেমিটিার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর পাকশী হার্ডিঞ্জ ব্রীজ পয়েন্টে বিপদ সীমার মাত্র ১.৬৬ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে
করে দূর্ভোগ বেড়েছে নদী পারের মানুষদের।
পাবনা পানি উন্নয়ন বোর্ডের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিভাগের নির্বাহী প্রকৌশলী কেএম জহুরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত তেমন কোন ভাঙ্গন দেখা দেয়নি। তবে পাউবো সংশ্লিষ্টরা নদী ভাঙ্গনসহ যে কোন সমস্যা সমাধানে তৎপর রয়েছে।