পাবনা জেলা পরিষদের ৫৩ কোটি টাকার বাজেট ঘোষণা

পাবনা প্রতিনিধি : পাবনা জেলা পরিষদের ২০২০-২১ অর্থবছরে জন্য ৫৩ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। জেলা পরিষদের রশিদ হলে গত বৃহস্পতিবার বেলা ১১ টায় আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল রহিম লাল।
এসময় তিনি ৫৩ কোটি ৫৮ লাখ ৩৬ হাজার ৯৩ টাকার প্রস্তাবিত বাজেট এবং ৪৮ কোটি ৬২ লাখ ৭৬ হাজার ৯৩ টাকার সংশোধিত বাজেট ঘোষণা করেন। বাজেটে রাজস্ব উন্নয়ন খাতে ৩৩ কোটি ৩৩ লাখ ৬০ হাজার এবং প্রারম্ভিক স্থিতি ২০ কোটি ২৪ লাখ ৭৬ হাজার ৯৪ টাকা আয় দেখানো হয়েছে। রাজস্ব খাতে সংস্থাপন ব্যয় এবং অন্যান্য ব্যয় বাদে ৪ কোটি টাকা উন্নয়ন খাতে ব্যয় দেখানো হয়েছে। উক্ত বাজেট মিটিংয়ে আরো উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান জেলা পরিষদের সম্মানিত প্যানেল চেয়ারম্যান -১ জনাব বিজয় ভূষন রায়, প্যানেল চেয়ারম্যান-২ জনাব মোঃ রেজাউল করিম, প্যানেল চেয়ারম্যান-৩ কানিজ ফাতেমা পুতুল, ৩ নং ওয়ার্ড সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল্লাহ-আল-মাহমুদসহ অন্যান্য সদস্যবৃন্দ ও সংরক্ষিত সদস্যগণ। এছাড়াও জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোঃ রেজাউল হক উপ-সহকারী প্রকৌশলী মোঃ আসাদুন্নবী হিসাব রক্ষক জনাব মোঃ নাসিম হায়দার উচ্চমান সহকারী মতিউর রহমানসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।