ঘৃণা ও ভালোবাসা

মানুষ কাউকে না কাউকে গভীর ভালোবাসে,
আবার কাউকে না কাউকে কঠিন ঘৃণা করে শেষে।
নিশ্চিত করে জানা ও বুঝা খুবই কঠিন:
একই দেহ ও মনের গভীরে লুকানো রহস্য অজানা!
ভালোবাসা আর ঘৃণার রং যেন পৃথক পৃথক মহৎ ও ঘৃণায় বৈষম্য,
দেহের একই মিশ্রণের ভেতর থেকে বহু উপাদানের উৎস যেন অবৈধ কাম ও পবিত্র প্রেম।
কে সত্য কে মিথ্যা কে ভুল কে সঠিক চেনা তা পৃথক করা বড়ই কঠিন!
কাকে তুমি সত্যিকার হৃদয় দিয়ে ভালোবাসবে জীবন
আর কাকে তুমি মন দিয়ে ঘৃণা করবে অপমান অশনি,
উভয়ই যেন রহস্যে রহস্যে লুকানো ভেদ তত্ত্ব গোপন,
মুহূর্ত মুহূর্তে অদৃশ্য হয় আর মুহূর্তে মুহূর্তে চঞ্চল হয়ে লুকোচুড়ি খেলা করে নতুন!
আবার মুহূর্তে মুহূর্তে দৃশ্যমান ও প্রাকাশ ঘটে নব নব সৌন্দর্যের চেতনায় নিপুণ।
এই ঘৃণা ও ভালোবাসার রং যেন খুবই তাৎপর্য়পূর্ণ,
সত্য আর মিথ্যা রংয়ের ভেতরই তাদের গোপন ও প্রকাশ চেতনার জাগরণ!
একই দেহের গভীরে খুব পাশাপাশি যেন তাদের বাস একটি অখণ্ড রব অপরটি মায়াবী খান্নাস!
নিজেকে চিনতে পারলেই তাঁর পৃথক দর্শন পাওয়া যায় সাধনায় বিশ্বাস!
নইলে তিনি গুপ্ত গোপন ও রহস্যের ভেতর অচেনা অজানা সন্ন্যাস!
তপস্যা করলেই দেখবে ঘৃণার গভীর থেকে রূপান্তর হচ্ছে আলোর একক উৎকৃষ্ট!
আবার ভালোবাসার গভীরে সাধনা করলেও দেখবে অখণ্ড নূরের জ্যোতি থেকে উৎকৃষ্ট।