দুর্গাপুরে প্রতিপক্ষের আঘাতে সহোদর দুইভাই মারাত্বক জখম,টাকা ছিনতাই

নেত্রকোনার দুর্গাপুরে শুটকি ব্যবসায়ী দুই সহোদর ভাইকে গতিরোধ করে মারধর,রক্তাক্ত জখম ও টাকা ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে সাতাশি বাজারের শমসের মড়লের পুকুরের পূর্ব পাশে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় মোঃ কুদ্রত আলী(২৮),সাইদুল ইসলাম(৪৮) কে উপজেলা হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহতরা চন্ডিগর ইউপির চারিয়া গ্রামের হাজী মোঃ ইন্নছ আলীর পুত্র। এ ঘটনায় আহতদের বড় ভাই দুলাল মিয়া দুর্গাপুর থানায় অভিযোগ দাখিল করে। অভিযোগের পাঁচ দিন অতিবাহিত হলেও মামলাটি এখনো রেকর্ডভুক্ত হয়নি বলে জানান ভুক্তভোগীর স্বজন।


অভিযোগের বিবরণ ও আহতদের স্বজন সূত্রে জানা যায়, উপজেলার চন্ডিঘর ইউনিয়নের চারিয়ামাসকান্দা পূর্বপাড়া গ্রামের কুদ্রত আলী ও সাইদুল ইসলাম শুটকি ব্যবসার সাথে জড়িত ছিল। ওইদিন শুটকি কিনতে নাজিরপুর বাজারে যাওয়ার জন্য রওনা করে। পথিমধ্যে সাতাশি বাজারের পূর্ব পাশে গেলেই চারিয়া মাসকান্দা পূর্বপাড়া গ্রামের মৃত. ফজু মড়লের পুত্রদ্বয় আতাউর রহমান,মোঃ আব্দুর রাশিদ, একই গ্রামের ইসহাক আলীর ছেলে মোঃ ইসব আলী, শাহিন মিয়া,আবু সিদ্দিক পূর্ব পরিকল্পিতভাবে রামদা দিয়ে কুদ্রত আলীর মাথায় কুপ দেয়। পাশেই থাকা অপর ভাই সাইদুল ইসলামকে এলোপাতারী মারধর করে সাথে থাকা তিন লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন দৌঁড়ে এলে ঘটনাস্থল ত্যাগ থেকে পালিয়ে যায় হামলাকারীরা। ওদের নানা ধরনের অত্যাচার, হুকমী-ধমকীতে অতিস্ট হয়ে দুলাল মিয়া অভিযুক্তদের বিরুদ্ধে গত সাতই মে দুর্গাপুর থানায় একটি জিডি দায়ের করে। এতে ক্ষিপ্ত হয়ে এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে দাবী করেণ ভুক্তভোগীরা।হাসপাতালে চিকিৎসাধীন কুদ্রত আলী ও সাইদুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, আমরা দুইভাইকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালায় ও ব্যবসার মূলধনের সমস্ত টাকা জোরকরে নিয়ে গেছে। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলাম। এ ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবী জানান ভুক্তভোগীরা।
অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই আসাদুজ্জামান মুঠোফোনে জানান, ঘটনার তদন্তে শতভাগ সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান প্রতিবেদককে জানান,এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলমান রয়েছে। অবশ্যই এ ঘটনার সাথে দোষীদের আইনের আওতায় আনা হবে।