সংগ্রামী কামাল লোহানী


মো: আলমগীর হোসেন

বীর সাংবাদিক মুক্তিযোদ্ধা ভাষা সংগ্রামী
উল্লাপাড়ার সোনতলার কৃতি সন্তান
তুমি বীর বাঙ্গালী কামাল লোহানী ।

৫২ এর ভাষা সংগ্রামে যোগদান
পাবনাতে কুখ্যাত নুরুল আমিনকে ঠেকাতে
করেছো প্রতিরোধ আন্দোলন।

পাকিস্তানী হায়েনার অত্যাচারে
করনি তুমি মাথা নত, করেছো সংগ্রাম
হতে হয়েছে বার বার কারাবরণ।

বঙ্গবন্ধুর সাথে থাকতে হয়েছে কারাগারে
তাহারই নেতৃত্বে মুক্তিযুদ্ধে যোগদানে
তুমি বীর সংগ্রামী কামাল লোহানী।

স্বাধীন বাংলা বেতার বার্তা প্রধান হয়ে
দিয়েছো মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরনা
তুমি বীর সাংবাদিক কামাল লোহানী ।

তোমার পদচারনায় ছায়ানট, উদীচি
শিল্পী সমাজ ভীষন অনুপ্রানিত হয়
সাংস্কৃতিক অঙ্গনে গর্বিত তুমি কামাল লোহানী।