আলীকদমে প্রতিহিংসার আগুনে পুড়লো রাবেয়ার ঘর

আলীকদমে পূর্ব শত্রুতার জের ধরে রাবেয়া বেগম এর বসত বাড়িতে আগুন লাগিয়ে
পুড়ে দিয়ে মর্মে আলীকদম থানা অভিযোগ দায়ের করেছে রাবেয়া বেগম এর ছোট
বোন ছাবেকুন্নাহার। শুক্রবার বিকেলে আলীকদম উপজেলার দক্ষিন নয়াপাড়ার মোঃ
সেলিম এর ছেলে শাহ জালাল (২০), ছব্বির আহামদ (২৪) একই এলাকার জাফর আলম এর
ছেলে সাজ্জাদ হোসেন (২২) সহ আরো ১০ জনকে আসামী করে আলীকদম থানায়
এই অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে প্রকাশ গত ১৬ জুন ২০২০ রাবেয়া বেগম
এর ছেলে মোঃ মামুন এর সাথে শাহ জালাল এর ঝগড়া বিবাদ হয়। এই ঘটনার জের
ধরে বাদী ছাবেকুন্নাহার এবং তার মেয়ে সরকারী মাতামুহুরী কলেজের ২য় বর্ষের
ছাত্রী আলিফা জান্নাত ও ছোট বোন উম্মে ছালমা (১২) কে বেধড়ম মারধর করে।
পরবর্তী গত ১৮ তারিখ দিবাগত রাত আনুমানিক ১.৩০ ঘটিকায় বিরোধী পক্ষ
রাবেয়ার বাড়ি আগুন দিয়ে পুড়ে দেয় বলে অভিযোগে দাবি করা হয়।
সরেজমিনে দেখা যায়, রাবেয়া বেগমের বাড়িতে শুধু ছাইগুলোই অবশিষ্ঠ আছে।
রাবেয়া বেগম বর্তমানে তার ছোট বোন ছাবেকুন্নাহারের বাড়িতে আশ্রিতা
হয়ে দিনাতিপাত করছে।
এবিষয়ে জানতে চাইলে আলীকদম থানার অফিসার্স ইনচার্জ কাজী রকিব উদ্দিন
বলেন, আমরা অভিযোগ পেয়েছি। সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত
ব্যবস্থ্যা গ্রহণ করা হবে।