ভাষা সংগ্রামী ও মুক্তিযুদ্ধের সংগঠক কামাল লোহানী করোনায় আক্রান্ত হয়ে আজ সকালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। প্রয়াত কামাল লোহানী ১৯৩৪ সালের ২৬ জুন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার মনতলা গ্রামে জন্মগ্রহণ করেন। পাবনা এডওয়ার্ড কলেজে পড়ার সময় ভাষা আন্দোলনে জড়িত হন। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বার্তা সম্পাদক ছিলেন। বাম রাজনীতিক, সাংবাদিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী ২০১৫ সালে একুশে পদক লাভ করেন।
কামাল লোহানী’র মৃত্যুতে বাংলাদেশ জাসদ পাবনা জেলা শাখার পক্ষ থেকে শোক এবং সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। তাঁর মৃত্যুতে বাংলাদেশ জাসদের সভাপতি আমিরুল ইসলাম রাঙা, সহ সভাপতি আল মাহমুদ নিটু, সাধারন সম্পাদক এডভোকেট নাজমুল কাবী শিন্টু, যুগ্ম সাধারন সম্পাদক নূর উজ জামান খোকন এবং সাংগঠনিক সম্পাদক প্রভাষক আরিফুল ইসলাম যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করেছেন।