সোহরাওয়ার্দী হাসপাতালের সাবেক পরিচালক ডা. মুজিবুর রহমান আর নেই

ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক পরিচালক, সাতক্ষীরার কালিগঞ্জের বসন্তপুরের কৃতি সন্তান আলহাজ্জ্ব প্রফেসর ডাঃ এ, কে, এম মুজিবুর রহমান (৬২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৬ জুন) ভোর ৫ টা ২৫ মিনিটে সকলকে শোক সাগরে ভাসিয়ে চিরবিদায় নেন তিনি। মত্যৃকালে স্ত্রী, দুই মেয়ে, স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২১-০৫-২০২০করোনায় আক্রান্ত হয়ে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন। সেখানে কিছুদিন চিকিৎসা নেয়ার পর তিনি সুস্থ হয়ে ওঠেন। কয়েকদিন পর শারীরিক অবস্থার আবার অবনতি হলে তাকে সিএমএইচ-এ জরুরি বিভাগে আইসোলেশনে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন।
প্রফেসর ডাঃ মুজিবুর কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের মরহুম আলহাজ্জ্ব ইউসুফ আলীর ছেলে। ব্যক্তিজীবনে তিনি অত্যন্ত সৎ, নিষ্ঠাবান, সদালাপী, পরোপকারী ও ধর্মপ্রাণ একজন মানুষ ছিলেন। ডাঃ মুজিবুর রহমান ছিলেন একজন সমাজসেবক ও বিদ্যানুরাগী তিনি নিজের এলাকায় ডাঃ মুজিব-রুবি মডেল হাইস্কুল, সুপিয় পানির ব্যবস্থা, মসজিদ, বৃদ্ধাশ্রম নির্মাণসহ অসংখ্য জনহিতকর কাজ করেছেন। এছাড়াও বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে তার ব্যাপক দানের কথা এলাকার মানুষের মুখে মুখে। কালিগঞ্জের গণপতি গ্রামে তারই প্রতিষ্ঠিত জামে মসজিদের পাশে মঙ্গলবার তাকে দাফন করা হবে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।এদিকে প্রফেসর ডা. মুজিবুর রহমানের মৃত্যুতে তার হাতে গড়া প্রতিষ্ঠান ডা. মুজিব-রুবি মডেল হাইস্কুলের শিক্ষক, কর্মচারি, শিক্ষার্থী, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিবর্গসহ এলাকাবাসী এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন করা হয়েছে। তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।